Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘তফসিল বাতিল করে সংলাপে বসুন’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ নভেম্বর ২০২৩ ১৫:৪৪

ঢাকা: নির্বাচনের তফসিল বাতিল করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসার আহ্বান জানিয়েছে সম্মিলিত পেশাজীবী পরিষদ।

শুক্রবার (২৪ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে আয়োজিত এক পেশাজীবী সমাবেশে সংগঠনের নেতা রুহুল আমিন গাজী এই আহ্বান জানান।

তিনি বলেন, ‘সকল রাজবন্দিকে মুক্ত করে দিন, সাজা দেওয়া বন্ধ করুন। একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সব দলের সঙ্গে উন্মুক্ত আলোচনা করুন। আলোচনার মধ্য দিয়ে নির্বাচনের একটা উপযুক্ত পরিবেশ তৈরি করুন এবং নতুন তফসিলের মধ্য দিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন করুন।’

রুহুল আমিন গাজী বলেন, ‘যদি ভেবে থাকেন ২০১৪ অথবা ২০১৮ সালের মতো নির্বাচন করবেন, সরকার পরিচালনা করবেন, সে কথা ভুলে যান। সেরকম নির্বাচন মানুষ হতে দেবে না। দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপিসহ সকল রাজনৈতিক দলের নেতাদের অবিলম্বে মুক্তি দিন।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক তাজমেরী এস এ ইসলাম বলেন, ‘আজকের এই পরিস্থিতিতে জনগন হতাশ। তারা চায় ভোট দিতে, তাদের ভোটের অধিকার ফিরে পেতে, তারা চায় গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে, জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে।’

‘যেখানে সমস্ত রাজনীতিবিদ বেরিয়ে আসবেন, মুক্ত হয়ে আসবেন, একটা প্রতিযোগিতামূলক ইলেকশন হবে। সেই পরিস্থিতি তৈরি করতে হলে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। তাহলেই জনগণের আকাঙ্ক্ষা পূরণ হবে, জনগণের সরকার প্রতিষ্ঠা হবে’— বলেন তাজমেরী এস এ ইসলাম।

জিয়া পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল কুদ্দস বলেন, ‘কীসের জন্য আজকে এই অবস্থা? আজকে কেন ১৫ বছরের নির্বাচন নিয়ে যে জাতীয় সমস্যা এটা আজকে প্রতিটা মানুষ অনুভব করে। একপেশে নির্বাচন করে কোনো অবস্থাতেই সরকার পার পাবে না।’

বিজ্ঞাপন

রুহুল আমিন গাজীর সভাপতিত্বে ও সদস্য সচিব কাদের গনি চৌধুরীর সঞ্চালনায় এই মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম, অধ্যাপক লুতফুর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামসুল আলম, অধ্যাপক কামরুল আহসান, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের রিয়াজুল ইসলাম রিজু, এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশনের রাশিদুল হাসান হারুন, জিকেএম মোস্তাফিজুর রহমান, অধ্যাপক গোলাম হাফিজ কেনেডি, ডক্টরস অ্যাসোসিয়েশসের অধ্যাপক আবদুস সেলিম, ডা. শহীদ হাসান, ডা. জহিরুল ইসলাম শাকিল, ডা. সরকার মাহবুব আহমেদ শামীম, সাংবাদিক সৈয়দ আবদাল আহমেদ, শহীদুল ইসলাম, খুরশীদ আলম, অ্যাডভোকেট আবেদ রাজা, নার্সেস অ্যাসোসিয়েশনের জাহানারা বেগম, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সাখাওয়াত হোসেন, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের রফিকুল ইসলাম প্রমুখ।

সারাবাংলা/এজেড/এনইউ

টপ নিউজ তফসিল নির্বাচন সম্মিলিত পেশাজীবী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর