Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫ বছর আগের মামলায় বিএনপির ৬২ নেতাকর্মীর কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ নভেম্বর ২০২৩ ০০:০৭

ঢাকা: রাজধানীর বংশাল থানায় পুলিশের কর্তব্য-কাজে বাধা ও দাঙ্গা সৃষ্টির অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির ৬২ নেতাকর্মীকে পৃথক দুই ধারায় সাড়ে তিন বছর করে কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদীর আদালত এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- লতিফ উল্লাহ ফারুক, তাইজুদ্দিন ওরফে লম্বা তাইজু, আ. রহমান ওরফে বোমা রহমান, জহিরুল ইসলাম তুষার ওরফে কালাসহ প্রমুখ।

বিজ্ঞাপন

দণ্ডবিধি আইনের ১৪৭ ধারায় দাঙ্গার অভিযোগে আসামিদের দেড় বছর করে কারাদণ্ড, দুই হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে তাদের আরও সাত দিনের কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই আইনের ৩৫৩ ধারায় পুলিশের কর্তব্য-কাজে বাধা দেওয়া অভিযোগে তাদের আরও দুই বছরের কারাদণ্ড, দুই হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে তাদের আরও সাত দিনের কারাদণ্ডভোগ করতে হবে।

২০১৮ সালের সেপ্টেম্বরে বংশাল থানাধীন এলাকায় নাশকতার অভিযোগে পুলিশ মামলাটি দায়ের করে।

সারাবাংলা/এআই/পিটিএম

নেতাকর্মী বিএনপি মামলা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর