Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিটার হাসকে হত্যার হুমকি: আ.লীগ নেতার বিরুদ্ধে মামলা খারিজ

স্টাফ করেসপন্ডেন্ট 
২৪ নভেম্বর ২০২৩ ০০:০৩

ঢাকা: কক্সবাজার জেলার মহেশখালী উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি এবং হোয়ানক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদুল আলমের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাসকে হত্যার হুমকির অভিযোগে দায়ের করা মামলার আবেদন খারিজের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালত এই আদেশ দেন। এদিন সকালে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন, বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি এম এ হাশেম রাজু বাদী হয়ে এ মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি খারিজের আদেশ দেন।

বিজ্ঞাপন

গত ১৩ নভেম্বর একই আদালতে একই কারণে চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মুজিবুল হক চৌধুরীসহ সাত জনের বিরুদ্ধে একই বাদী মামলা করলে তাও খারিজ হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ৬ নভেম্বর কক্সবাজারের মহেশখালীর কালারমারছড়া ইউনিয়ন আওয়ামী লীগ এবং এর সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে ৬ নভেম্বর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদুল আলম। সেই বক্তব্যের ২৮ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে ফরিদুল আলমকে বলতে শোনা যায়, ‘আপনারা জানেন, বাংলাদেশে ষড়যন্ত্র শুরু হয়েছে। কী একটা পাতি হাঁস আসছে। পিটার হাস বদমাইশ। সে বিএনপির হয়ে যে অসভ্য কাজকারবারগুলো বাংলাদেশে করছে, তাকে পেলে জবাই করে মানুষকে খাওয়াইতাম। সেই পিটার হাস, বদমাইশ।’ এই ঘটনায় বাদী মানহানির অভিযোগে এ মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এআই/পিটিএম

পিটার হাস মামলা খারিজ হতার হুমকি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর