Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানুষ আখেরি লড়াইয়ের জন্য প্রস্তুত: গণতন্ত্র মঞ্চ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ নভেম্বর ২০২৩ ২৩:৫৭

ঢাকা: সরকারের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ আখেরি লড়াইয়ে জন্য প্রস্তুত বলে হুঁশিয়ারি করে দিয়েছেন গণতন্ত্র মঞ্চের নেতারা।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তারা এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

‘নির্বাচনের ফুল ফুটতে শুরু করেছে’- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে গণতন্ত্র মঞ্চর নেতা বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘এই ফুল বাগানের ফুল না, এই ফুল প্লাস্টিকের ফুল। এ ফুল ঘরের মধ্যে সাজিয়ে রাখা যায়। এর কোনো গন্ধ নেই। এই ফুল দিয়ে তিনি (ওবায়দুল কাদের) বাগান সাজানোর চেষ্টা করছেন।’

‘কোনো কোনো ফুলের রেনু যদি নাকের মধ্য যায়, অনেক সময় মানুষের শ্বাস পর্যন্ত বন্ধ হয়ে যায়, মানুষ মারা পর্যন্ত যেতে পারে। এরকম বিষাক্ত ফুলের কিছু কিছু রেনু আছে .. আজকের সরকার সেই পথে হাটছে, আজকে সরকার মানুষের ভোট নিয়ে ছিনিমিনি খেলছে। সেজন্য আগামী প্রজন্ম আপনাদেরকে শুধু ভোট চোর না, শুধু ভোট ডাকাত না .. জনগণ গণশত্রু হিসেবে আপনাদের আখ্যায়িত করবে’- বলেন সাইফুল হক।

তিনি বলেন, ‘এই খেলাটা বন্ধ করুন। বাংলাদেশের মানুষ এবার আখেরি লড়াইয়ের জন্য প্রস্তুত, জীবন-মরণের জন্য প্রস্তুত। এবার জনগণ রাজপথে নেমেছে বিএনপিকে ক্ষমতায় বসানোর জন্য না, ভোটের অধিকার, ভাতের অধিকার, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য। এই লড়াইয়ে বিজয় না হওয়া পর্যন্ত গণতন্ত্র মঞ্চ রাজপথে থাকবে। সব বিরোধীদল রাজপথে নেমে এসে গণঅভ্যুত্থান সৃষ্টি করে এই সরকারকে পদত্যাগে বাধ্য করবে। তার আগ পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না।’

বিজ্ঞাপন

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী বলেন, ‘ওবায়দুল কাদের সাহেব প্রায়ই খেলতে চান। তারা নাকি সেমিফাইনাল খেলে ফেলেছেন, এখন ফাইনাল খেলা বাকি। আমরা তো জানতাম আওয়ামী লীগ প্রিমিয়ার লিগে খেলে। আমরা যখন কিশোর বয়সে.. এই দেশে প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগ সবশেষে ছিল পাইনিয়ার লিগ। তারপরে আমরা যখন আরেকটু বড় হলাম প্রিমিয়ার লিগ চালু হল।’

‘আমরা তো ভেবেছিলাম, আওয়ামী লীগ প্রিমিয়ার লিগে খেলে, এখন দেখি পাইওনিয়ার লিগে খেলার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। পাইওনিয়ার লিগের দলকে বাগিয়ে নিয়ে গিয়ে ‘ফুল ফুটতে শুরু করেছে’ এই হচ্ছে ওবায়দুল কাদের সাহেবদের নির্বাচন, এই হচ্ছে তাদের ফাইনাল খেলা’- বলেন সাকি।

গণতন্ত্র মঞ্চের নেতা জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপনের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে নাগরিক ঐক্যের শহীদুল্লাহ কায়সার, ভাসানী অনুসারী পরিষদের হাবিবুর রহমান রিজু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রীতম দাস বক্তব্য দেন।

সারাবাংলা/এজেড/পিটিএম

গণতন্ত্র মঞ্চ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর