Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি অফিসে তালা খোলার লোকও নেই: তথ্যমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ নভেম্বর ২০২৩ ১৮:৫৯

ঢাকা: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি অফিসে প্রশাসন তালা দেয়নি, তারা নিজেরাই দিয়েছে। এখন এই তালা খোলার লোকও নেই।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) তথ্য ভবনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন অফিস উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে দলের নেতাকর্মীরাই তালা মেরে পালিয়ে গেছেন। কিছু কিছু পত্রিকা লিখেছে বিএনপির অফিসে তালা। বিএনপির অফিসে তো প্রশাসন তালা মারেনি। তারা নিজেরাই তালা মেরে পালিয়ে গেছে। তালা খোলার মানুষও নাই তাদের। একটা রাজনৈতিক দলের সেই সাহস নেই যে তালা ভেঙে অফিসে গিয়ে বসবে। তারা কীভাবে রাজনীতি করবে? আমার মনে আছে, বিএনপি আমাদের অফিসে তালা মেরেছিল। আমরা তালা ভেঙে অফিসে গিয়ে বসেছিলাম।’

তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি জোট থেকে এখন সবাই পালিয়ে যাচ্ছে। তারা না কি জোট সঙ্গীদের সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবে। অথচ তাদের জোট থেকে তিনটা নিবন্ধিত দলসহ ছয়টি দল বেরিয়ে গেছে।’

তিনি বলেন, ‘এরা সবাই নির্বাচনে অংশগ্রহণের ঘোষণাও দিয়েছে। যেভাবে তৃণমূল বিএনপি এগিয়ে যাচ্ছে। আমার শঙ্কা হয়, বিএনপি কোথায় গিয়ে দাঁড়ায়?’

তথ্যমন্ত্রী বলেন, ‘কর্মসূচির নামে সারাদেশে নৈরাজ্য সৃষ্টি করেছে বিএনপি। প্রতিদিন গাড়ি পোড়াচ্ছে। আপনারা (সাংবাদিক) নৈরাজ্যের বিরুদ্ধে লেখেন। তারা ভেবেছিল জ্বালাও-পোড়াও করে নির্বাচন পেছাবে। বিএনপিকে কেউ কেউ বাতাস দিচ্ছে। যারা বাতাস দিয়েছে তাদের বাতাস ফুরিয়ে গেছে। তারা ভেবেছিল এগুলো করে নির্বাচন ঠেকিয়ে দেবে। কিন্তু নির্বাচন বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জনগণের অংশগ্রহণে হবে।’

বিজ্ঞাপন

সাংবাদিক কল্যাণ ট্রাস্ট সাংবাদিকদের ভরসার স্থান উল্লেখ করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী যে সাংবাদিকবান্ধব তার দৃষ্টান্ত হচ্ছে এই কল্যাণ ট্রাস্ট। কল্যাণ তহবিলকে আইন করে কল্যাণ ট্রাস্ট করেন তিনি। প্রধানমন্ত্রী অনুরোধ করেছেন সবাই যেন দলমত নির্বিশেষে তার প্রাপ্য অনুযায়ী সহায়তা পায়। তাই যারা প্রেস ক্লাবের সামনে বসে সরকারের সমালোচনা করেছে, আমরা তাদেরও সহায়তা দিচ্ছি।’

অনুষ্ঠানে ১৮৬ জন সাংবাদিকদের এক কোটি ৫৩ লাখ ৫০ হাজার টাকা প্রদান করা হয়। সাংবাদিক নেতারা বলেন, ‘যে সব সাংবাদিকরা কল্যাণ ট্রাস্টের সহায়তা পাওয়ার যোগ্য তাদেরকেই যেন দেওয়া হয়।’

মন্ত্রী বলেন, ‘সাংবাদিকরা মেধাবী, সরকারি করলে অনেকেই সচিব হতেন। এই সাংবাদিকরা অনেক পরিশ্রম করেন। সাংবাদিকদের বিপদে-আপদে আওয়ামী লীগ সরকার পাশে থেকেছে। অন্যদিকে বিএনপি গত ২৮ অক্টোবর সাংবাদিকদের টেনে হিঁচড়ে পিটিয়েছে। বিএনপি বিটের সাংবাদিকদের তারা চেনে তারপরও পিটিয়েছে। ক্ষমতায় থাকতেও তারা সাংবাদিক হত্যা করেছিল।’

সারাবাংলা/আরএফ/একে

টপ নিউজ তথ্যমন্ত্রী বিএনপি অফিস হাছান মাহমুদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর