মানিকগঞ্জে সড়কে গাছের গুঁড়ি ফেলে বিএনপির বিক্ষোভ
২৩ নভেম্বর ২০২৩ ১১:৪৬ | আপডেট: ২৩ নভেম্বর ২০২৩ ১১:৫৪
মানিকগঞ্জ: মানিকগঞ্জের সাটুরিয়া-টাংগাইল সড়কে গাছের গুঁড়ি ফেলে হরতাল সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতারা।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে দলীয় নেতা-র্কমীরা মানিকগঞ্জ-সাটুরিয়া-টাংগাইল সড়কের দিঘুলিয়ায় কাঠের গুঁড়ি ফেলে বিক্ষোভ করেছে। এ সময়ে রাস্তা বন্ধ করে তারা সরকারের পদত্যাগ ও তফসিল বাতিলের দাবিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে স্লোগান দেন।
এর আগে, সকালে অবরোধের সমর্থনে মানিকগঞ্জ-সিংগাইর-হেমায়েতপুর সড়কে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেন। এ ছাড়া সকালে হরিরামপুরের ঝিটকায়ও একই দাবিতে বিএনপি নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেন।
বিএনপির সূত্র জানায়, অবরোধের সমর্থনে জেলার বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
বুধবার থেকে শুরু হওয়া ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিনেও ঢাকা আরিচা মহাসড়কে বরাবরের মতো দূরপাল্লার যানবাহন চলাচল করেনি।
সারাবাংলা/ইআ