রাজশাহীতে মধ্যরাতে ট্রাকে আগুন, পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ
২৩ নভেম্বর ২০২৩ ১০:৪১
রাজশাহী: রাজশাহীতে মধ্যরাতে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়াও টহলরত পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপের ঘটনাও ঘটেছে। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
বুধবার (২২ নভেম্বর) দিবাগত রাতে রাজশাহীর নগরীর উপকণ্ঠ এলাকায় এই ঘটনাগুলো ঘটে। রাত সাড়ে ১২টার দিকে নগরীর সিটিহাট এলাকায় ফিলিং স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা।
এর আগে, রাত ১১টার দিকে নগরীর উপকণ্ঠ বায়া বাজার এলাকায় টহলরত পুলিশের উপরে ককটেল নিক্ষেপ করে।
শাহমখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, সিটিহাটের পাশে পেট্রোল পাম্পে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পেট্রোল বোমা মারে দুর্বৃত্তরা। এ সময় ট্রাকে আগুন ধরে যায়। পেট্রোল বোমা হামলা করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসে খবর দেয় স্থানীরা। তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ওসি বলেন, ঘটনাস্থল থেকে দুটি অবিস্ফোরিত পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ। দুষ্কৃতিকারীদের আটকের জন্য অভিযান অব্যাহত রেখেছেন। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরান হোসেন তিনি বলেন, রাতে এয়ারপোর্ট থানার বায়া বাজার সংলগ্ন মাছের আড়তের কাছে টহল পুলিশের গাড়িকে লক্ষ্য করে কে বা কারা একটি ককটেল নিক্ষেপ করে। এ সময় ককটেলটি বিস্ফোরণ হয়। নিক্ষেপের পরপরই তারা পালিয়ে যায়।
ওসি বলেন, ককটেল বিস্ফোরণে এয়ারপোর্ট থানার ডিউটিরত দুইজন পুলিশ সদস্যরে শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে আহত হন। পরবর্তীতে আহত কনস্টেবলদের রাজশাহী পুলিশ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠানো হয়। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
সারাবাংলা/ইআ