Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চক্রান্ত ব্যর্থ করে ভারতকে কড়া বার্তা দিলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
২৩ নভেম্বর ২০২৩ ১০:১৩ | আপডেট: ২৩ নভেম্বর ২০২৩ ১৩:২৫

মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে একজন শিখ বিচ্ছিন্নতাবাদীকে হত্যার চক্রান্ত করেছিল ভারত। মার্কিন প্রশাসন ভারতের এই চক্রান্ত ভণ্ডুল করে দিয়েছে। বাইডেন প্রশাসনের এমনটাই দাবি। বাইডেন প্রশাসনের জ্যেষ্ঠ পর্যায়ের কর্মকর্তার বরাত দিয়ে ফাইন্যান্সিয়াল টাইমস এ খবর প্রকাশ করছে।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র এই কথিত চক্রান্তটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করছে। ইতোমধ্যে ভারত সরকারের কর্মকর্তাদের সর্বোচ্চ স্তরে বিষয়টি উত্থাপন করেছে।

বিজ্ঞাপন

এই প্রতিবেদন সম্পর্কে এক প্রশ্নের জবাবে হোয়াইট হাউজের মুখপাত্র অ্যাড্রিয়েন ওয়াটসন বুধবার বলেন, ভারতীয় কর্মকর্তারা যখন এই ঘটনা সম্পর্কে অবহিত হন তখন তারা আশ্চর্য হন এবং উদ্বেগ প্রকাশ করেন।

ওয়াটসন বলেন, ‘আমরা এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করছি। এই বিষয়টি ভারত সরকারের কাছে উত্থাপন করেছে মার্কিন সরকার। সর্বোচ্চ স্তরের কর্মকর্তাদের সঙ্গে এটি নিয়ে আলাপ হয়েছে। ভারতীয় কর্মকর্তারা বলেছেন, এই ধরনের কর্মকাণ্ড তাদের নীতি নয়।’

অ্যাড্রিয়েন ওয়াটসন বলেন, ‘আমরা বুঝতে পারছি যে, ভারত সরকার এই সমস্যাটি আরও তদন্ত করছে। এ বিষয়ে আগামী দিনে আমাদের আরও কিছু বলার আছে। আমরা আমাদের প্রত্যাশা ভারতকে জানিয়েছি। এ ঘটনার জন্য কাউকে দায়ী করা উচিত।’

ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়, তবে কখন বা কিভাবে মার্কিন কর্মকর্তারা হত্যাকাণ্ডের চক্রান্ত সম্পর্কে জেনেছিলেন তা সূত্র জানা যায়নি। সেইসঙ্গে কীভাবে হত্যা প্রচেষ্টা ব্যর্থ করা হয়েছিল তাও জানা যায়নি।

এফবিআই বিষয়টি তদন্ত করছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তা। যদিও এফবিআই এবং বিচার বিভাগের মুখপাত্র বুধবার গণমাধ্যমে এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছেন।

বিজ্ঞাপন

এদিকে, ভারত বলেছে, যুক্তরাষ্ট্রের অভিযোগগুলো নিয়ে তদন্ত করছে তারা। বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী বলেন, ‘ভারত এই ধরনের অভিযোগগুলোকে গুরুত্ব সহকারে নেয় কারণ এটি আমাদের নিজস্ব জাতীয় নিরাপত্তা স্বার্থকেও প্রভাবিত করে৷ মার্কিন অভিযোগের প্রেক্ষাপটে সমস্যাগুলো ইতিমধ্যে পরীক্ষা করা হচ্ছে।’

মার্কিন শীর্ষ কর্মকর্তাদের মতে, ভারতের লক্ষ্য ছিল শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা গুরপাতওয়ান্ত সিং পানুন। তিনি যুক্তরাষ্ট্র ও কানাডার দ্বৈত নাগরিক।

যুক্তরাষ্ট্রভিত্তিক শিখস ফর জাস্টিস নামক সংগঠনের জেনারেল কাউন্সেল হিসেবে কাজ করেন। পেশায় একজন আইনজীবী। তিনি শিখদের জন্য ভারতে একটি স্বাধীন রাষ্ট্রের দাবি করা খালিস্তানন্থি। কানাডা, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়ার মতো বৃহৎ ভারতীয় প্রবাসী অধ্যুষিত দেশগুলোতে খালিস্তান আন্দোলনের শীর্ষস্থানীয় সংগঠক তিনি। এসব দেশে খালিস্তানপন্থি আন্দোলনরতরা গণভোটের আয়োজন করেছে। এই গণভোট আয়োজনের অন্যতম সংগঠক তিনি।

২০২৪ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে একটি গণভোটের আয়োজন করা হবে। এর মাধ্যমে গণভোটের যুক্তরাষ্ট্র পর্ব শুরু হবে।

যুক্তরাষ্ট্রের তরফ থেকে কথিত হত্যা ষড়যন্ত্রের অভিযোগ এমন এক সময় আসলো যখন কানাডার ব্রিটিশ কলম্বিয়া রাজ্যে খলিস্তানপন্থি শিখ নেতা হারদ্বীপ সিং নিজ্জারকে গুলি করে হত্যার ঘটনায় কানাডা-ভারত সম্পর্কে টানাপড়েন চলছে।

গত সেপ্টেম্বরে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছিলেন, নিজ্জার হত্যাকাণ্ডে ভারত সরকারের পৃষ্ঠপোষকতা থাকার বিশ্বাসযোগ্য অভিযোগ আছে। এর জের ধরে দুই দেশের সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে নেমেছে।

সারাবাংলা/আইই

খালিস্তান ভারত যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর