স্টেশনে দাঁড়িয়ে থাকা উপবন এক্সপ্রেসে আগুন
২২ নভেম্বর ২০২৩ ২২:৫৯ | আপডেট: ২৩ নভেম্বর ২০২৩ ০০:১০
সিলেট: ঢাকার পথে রওনা দেওয়ার জন্য সিলেট রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা উপবন এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন লেগেছে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ফায়ার সার্ভিসের ধারণা, এটি নাশকতার ঘটনা হতে পারে।
বুধবার (২২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়দের সহায়তায় রেলসংশ্লিষ্টরা আগুন নিয়ন্ত্রণে নেন। পরে ফায়ার সার্ভিস পুরোপুরি আগুন নেভায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মো. নুরুল ইসলাম জানান, উপবন এক্সপ্রেস ট্রেনটি স্টেশনেই দাঁড়িয়েছিল। রাত সাড়ে ১১টায় ঢাকার পথে রওনা দেওয়ার কথা ছিল ট্রেনটির। আচমকা একটি এসি চেয়ার কোচে আগুন লাগে। কীভাবে আগুন লেগেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুনে কোচটির কিছু ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, রাত সাড়ে ৯টার দিকে ট্রেনে আগুন লাগার খবর পেয়ে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। সেখানে পৌঁছানোর আগেই স্থানীয়রা অনেকটাই আগুন নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়। পরে ফায়ার সার্ভিস বগির ভেতরের আগুন নেভায়।
সিলেট দক্ষিণ ফায়ার স্টেশনের ওয়ারহাউস পরিদর্শক টিটপ সিকদার জানান, এসি বগিটির ১৭টি সিট পুড়ে গেছে। বগির আরও কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। নাশকতার সন্দেহ থাকলেও তদন্ত করে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ বিস্তারিত জানানো যাবে।
সারাবাংলা/টিআর
উপবন এক্সপ্রেস উপবন এক্সপ্রেসে আগুন ট্রেনে আগুন নাশকতার সন্দেহ