ট্রেন লাইনচ্যুত, রেলপথে যোগাযোগবিচ্ছিন্ন সিলেট
স্পেশাল করেসপন্ডেন্ট
২২ নভেম্বর ২০২৩ ২৩:৩১ | আপডেট: ২২ নভেম্বর ২০২৩ ২৩:৪১
২২ নভেম্বর ২০২৩ ২৩:৩১ | আপডেট: ২২ নভেম্বর ২০২৩ ২৩:৪১
ঢাকা: একটি তেলবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে সিলেট বিভাগের রেলপথে যোগাযোগ বন্ধ রয়েছে। সিলেটের শায়েস্তাগঞ্জ ও রশীদপুরের মধ্যবর্তীস্থানে এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে সুত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে তেল নিয়ে ছেড়ে আসা সিলেগামী ট্রেন বুধবার (২২ নভেম্বর) রাত ৮টা ১০ মিনিটে বাহুবল উপজেলার রাতারগাঁও এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। সেখানে দুটি বগি লাইনচ্যুত হয়।
এ দুর্ঘটনার ফলে সিলেট বিভাগের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। রাত ১১টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত রেল যোগাযোগ স্বাভাবিক হয়নি।
সূত্র জানিয়েছে, ওই দুর্ঘটনার পর সিলেট থেকে ঢাকাগামী উপবন ও সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন ট্রেন রাস্তায় আটকা পড়েছে।
সারাবাংলা/জেআর/টিআর