‘শেখ হাসিনার নেতৃত্বে আরেকটি মুক্তিযুদ্ধের বিজয় সামনে’
২২ নভেম্বর ২০২৩ ১৯:১৪ | আপডেট: ২২ নভেম্বর ২০২৩ ২২:২৭
ঢাকা: নির্বাচনকে জনগণের সম্পদ বলে অভিহিত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং দলটির জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ওবায়দুল কাদের। বলেছেন, এখন আর এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ নেই। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ আরও একটি মুক্তিযুদ্ধের বিজয় ছিনিয়ে আনবে বলেও মন্তব্য করেছেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ফুল কিন্তু ফুটতে শুরু করেছে। আরও অনেক ফুল ফুটবে। নির্বাচনের মনোনয়নপত্র সরকারিভাবে নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া পর্যন্ত শত ফুল ফুটতে থাকবে। মুক্তিযুদ্ধের এই দেশে মুক্তিযুদ্ধই আবার বিজয়ী হবে। শেখ হাসিনার নেতৃত্বে আরেকটি মুক্তিযুদ্ধের বিজয় আমাদের সামনে।
বুধবার (২২ নভেম্বর) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে নির্বাচনি উপকমিটিগুলোর সমন্বয় বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, এখন নাশকতাই তাদের প্রধান অস্ত্র, যা নিয়ে তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাইবে, ভণ্ডুল করতে চাইবে। কিন্তু নির্বাচন ভণ্ডুল করা সম্ভব না। কারণ নির্বাচনের (দলীয়) নমিনেশন পেপার সাবমিশনই বিশাল উৎসবে রূপ নিয়েছে। আমি আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি, দুই দিন অফিসে যেতে পারিনি। ফলে এই ইলেকশন জনগণের কাছে চলে গেছে। ইলেকশন এখন জনগণের সম্পদ। এই ইলেকশন প্রতিহত করার, প্রশ্নবিদ্ধ করার কোনো চেষ্টাই সফল হবে না।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ইলেকশনের আসর জমে গেছে। অনেকে মনে করেছে নির্বাচনে কে আসে, কে না আসে! কিন্তু ফুল ফুটতে শুরু করেছে। মনোনয়নপত্র নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া পর্যন্ত শত ফুল ফুটতে থাকবে। এ নিয়ে চিন্তা কোনো কারণ নেই। উই আর হ্যাপি। কেউ কোনো চিন্তা করবেন না।
নির্বাচনে বিদেশিদের হস্তক্ষেপ নিয়ে চিন্তা করতে নিষেধ করে ওবায়দুল কাদের বলেন, বিদেশ নিয়ে এখন আর মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। যারা আমাদের ব্যাপারে মাথা ঘামাবে তারা এখন হামাস-ইসরায়েল নিয়ে ব্যস্ত। তারা রাশিয়া-ইউক্রেন নিয়ে ব্যস্ত। লেবাননও জড়িয়ে গেছে। যুদ্ধ বিস্তৃত হচ্ছে। সারা পৃথিবীটাই রণক্ষেত্র হতে চলেছে। আমি জানি না কবে শেষ হবে এই অস্ত্র বিক্রির খেলা। অস্ত্রের খেলা যতদিন চলবে, অস্ত্র বিক্রির ব্যবসা যতদিন জোরদার হবে, ততদিন এই বিশ্ব থেকে যুদ্ধ যাবে না।
জনগণকেই নিজেদের শক্তি অভিহিত করে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক কাদের বলেন, শেখ হাসিনার শক্তি বাংলাদেশের জনগণ। সেই জনগণের শক্তি আমাদের সঙ্গে আছে। সেটি এই নির্বাচনের তফসিল ঘোষণার পর আরও পরিষ্কার হয়ে গেছে। একটি বড় দল নির্বাচনে নেই, তবু সবখানে এত উৎসব! গ্রাম গ্রামে এখন রাত ১২টা/১টা পর্যন্ত চায়ের দোকানে দোকানে ইলেকশনের আসর বসে গেছে।
নির্বাচনে জয়ের প্রত্যয় জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আমার বিশ্বাস, আমরা বিজয়ী হব। মুক্তিযুদ্ধের এই দেশে মুক্তিযুদ্ধই আবার বিজয়ী হবে। বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে আরকটি মুক্তিযুদ্ধের বিজয় আমাদের সামনে। ইনশাআল্লাহ লাল-সবুজের পতাকা আবারও সারাবাংলায় জাগরণের নতুন ইতিহাস তৈরি করবে।
জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কাজী জাফরুল্লাহর সভপতিত্বে নির্বাচন পরিচালনা উপকমিটিগুলোর সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এনআর/টিআর