প্রথমবার শনাক্ত ‘সোয়াইন ফিভার’, একমাত্র খামারে ৮১ শূকরের মৃত্যু
২২ নভেম্বর ২০২৩ ১৯:১১ | আপডেট: ২২ নভেম্বর ২০২৩ ২১:০৪
রাঙ্গামাটি: পার্বত্য জেলা রাঙ্গামাটিতে রয়েছে সরকারিভাবে দেশের একমাত্র শূকর খামার। ১৯৮৪ সালে জেলা সদরের সাপছড়ি ইউনিয়নের মানিকছড়িতে ‘শূকর উন্নয়ন খামার’ প্রতিষ্ঠা করা হয়। খামারে থাকা ২৮০টি শূকরের মধ্যে ৮১টি আফ্রিকান ‘সোয়াইন ফিভার’ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। আরও আক্রান্ত রয়েছে বহু শূকর।
বাংলাদেশে এবারই প্রথম আফ্রিকান ‘সোয়াইন ফিভার’ ভাইরাসের জীবাণু পাওয়া গেছে বলে জানিয়েছেন প্রাণিসম্পদ কর্মকর্তারা। এ ভাইরাসে মৃত্যু ঝুঁকিহার বেশি থাকায় আক্রান্ত শূকর নিয়ে চিন্তিত কর্তৃপক্ষ। এছাড়াও বাণিজ্যিকভাবে শূকর পালনকারী খামারি ও সাধারণ খামারিদের মাঝেও দেখা দিয়েছে আতঙ্ক।
পার্বত্য চট্টগ্রামে বসবাসরত পাহাড়ি জনগোষ্ঠীর মানুষের কাছে শূকরের মাংস খুবই প্রিয়। পাহাড়িদের যে কোনো অনুষ্ঠানে শূকর মাংস থাকেই। পার্বত্য চট্টগ্রামে শূকরের মাংসের ব্যাপক চাহিদা থাকায় পাহাড়ে এর উৎপাদন বাড়াতে রাঙ্গামাটিতে গড়ে তোলা হয় শূকর খামারটি। সরকারি উদ্যোগে ‘শূকর উন্নয়ন খামার’ দেশের একমাত্র শূকর খামার হলেও বাণিজ্যিকভাবে অনেকেই শূকর খামার গড়ে তুলেছেন।
শূকর উন্নয়ন খামারের কর্মচারিরা জানান, গত সপ্তাহ থেকে খামারের শূকরগুলো ক্রম্বানয়ে রোগে আক্রান্ত হয়ে আসছে। চিকিৎসকরা বিভিন্ন ওষুধ ও ইনজেকশনের ব্যবহার করে আসলেও তেমন কোনো উন্নতি দেখা যাচ্ছে না। এভাবে চলতে থাকতে সবগুলো শূকর হয়তো মারা যাবে।
খামারটির শূকর রক্ষক ভাগ্য বিকাশ ত্রিপুরা বলেন, ‘আমি এই খামারটিতে ২৮ বছর ধরে কাজ করছি। এখানে শূকরের বাচ্চা উৎপাদন করে সেগুলো বিক্রি করা হয়। আবার যেসব শূকরগুলো বয়স্ক হয় এবং বাচ্চা দেওয়ার মতো তেমন সক্ষমতা থাকে না; সেগুলো সরকারি নিয়ম অনুযায়ী বিক্রি করা হয়ে থাকে। কিন্তু গত সপ্তাহ থেকে এখানকার শূকরগুলো রোগে আক্রান্ত হচ্ছে।’
প্রাণিসম্পদ কর্মকর্তারা বলছেন, পাহাড়ে বাণিজ্যিকভাবে পালন করা শূকরগুলোকে সোয়াইন ফিভার ভাইরাস থেকে রক্ষা করতে বাজার থেকে শূকর ক্রয় ও শূকর পরিবহনে সতর্কতা অবলম্বন করতে হবে। খামারে পালনকারী শূকরের সুস্থ পরিবেশের জন্য খামার উন্নয়ন অত্যন্ত জরুরি ও গুরুত্বপূর্ণ।
রাঙ্গামাটি জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ডা. তুষার কান্তি চাকমা বলেন, ‘গত ১৩ নভেম্বর থেকে রাঙ্গামাটির শূকর খামারটিতে শূকরগুলোর মধ্যে রোগের উপদ্রব দেখা যায়। পরে আমরা ১৪ নভেম্বর শূকরের নমুনা সংগ্রহ করে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) নমুনা পাঠাই। সিভাসু কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে এটি কলেরা সদৃশ কোনো রোগ হতে পারে। এরপর আমরা আবারও নমুনা সংগ্রহ করে সেন্ট্রাল ডিজিজ ইনভেস্টিগেশন ল্যাবরেটরিতে (সিডিআইএল) পাঠানোর পর তারা আজ (বুধবার) জানিয়েছে এটি আফ্রিকান ‘সোয়াইন ফিভার’ ভাইরাস।
তিনি আরও বলেন, গত সপ্তাহ থেকে খামারের শূকরগুলো মারা যাচ্ছে। খামারে শংকর জাতের ২৮০টি শূকর থাকলেও বুধবার (২২ নভেম্বর) পর্যন্ত ৮১টি শূকরের মৃত্যু হয়েছে। আফ্রিকান সোয়াইন ফিভার আক্রান্ত শূকরের মৃত্যুহার ৮০-৯০ শতাংশ। যদি কিছু প্রাণি রিকভার করতে পারে তাহলে বেশকিছু শূকরকে আমরা বাঁচাতে পারব। আমাদের সিডিআইএল যেভাবে গাইডলাইন দেবে সেভাবেই আমরা শূকরের রোগ সারাতে কাজ শুরু করে দিয়েছি।
আফ্রিকান সোয়াইন ফিভার ভাইরাসে ভারতের মণিপুর এবং ত্রিপুরা রাজ্যে মহামারী আকার ধারণ করায় বহু শূকরের মৃত্যু হয়েছিল বলেও জানান তিনি।
সারাবাংলা/এনইউ