যুদ্ধবিরতিতে গাজায় সহযোগিতা জোরদারের নির্দেশ ইইউ প্রধানের
২২ নভেম্বর ২০২৩ ১৪:৪৭ | আপডেট: ২২ নভেম্বর ২০২৩ ১৫:৪৬
ইউরোপীয় কমিশনকে গাজায় ত্রাণ বিতরণ বাড়ানোর নির্দেশ দিয়েছেন ইইউ প্রধান উরসুলা ভন ডার লেইন। বুধবার (২২ নভেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমি আন্তরিকভাবে যুদ্ধবিরতির চুক্তিকে স্বাগত জানাই’।
এর আগে, ইসরাইল-হামাস জিম্মি মুক্তির অধীনে ৪ দিনের একটি মানবিক যুদ্ধবিরতি ঘোষণা করা হয়।
ইইউ প্রধান বলেন, ‘ইউরোপীয় কমিশন গাজায় মানবিক যুদ্ধবিরতিটি ব্যবহার করে সর্বাত্মক মানবিক সহায়তা জোরদারের চেষ্টা করবে।’
যুদ্ধবিরতির আওতায় অবরুদ্ধ গাজায় সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। তবে চিকিৎসা ও জ্বালানিসহ যেসব অনুদান গাজায় পাঠানো হবে তা যেনো নির্বিঘ্নে প্রবেশ করতে পারে তা নিশ্চিত করার দাবি জানিয়েছে হামাস। একইসঙ্গে যুদ্ধবিরতি চলাকালীন গাজায় কাউকে গ্রেফতার করতে পারবে না ইসরায়েলি সেনারা।
ইসরাইলের মন্ত্রিসভায় অনুমোদিত প্রস্তাব থেকে জানা গেছে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস তাদের হাতে বন্দি থাকা ৫০ জনের মতো ইসরাইলি জিম্মিকে মুক্তি দেবে। বিনিময়ে অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা আপাতত বন্ধ রাখবে ইসরাইল।
সারাবাংলা/এমও