Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পায়ের তলায় পিষ্ট আরও ৪ জনের অবস্থা সংকটাপন্ন


১৯ ডিসেম্বর ২০১৭ ১১:৪৫ | আপডেট: ১৭ মার্চ ২০১৮ ১৬:০৬

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা প্রয়াত এ বি এম মহিউদ্দীন চৌধুরীর কুলখানিতে পায়ের চাপায় পিষ্ট হওয়া চারজনের অবস্থা সংকটাপন্ন। তাদের অবস্থার অবনতি হওয়ায় রাত ১১টার দিকে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়।

মহিউদ্দিনের কুলখানি চলাকালে সোমবার দুপুরে বন্দরনগরীর রীমা কমিউনিটি সেন্টারে পায়ের চাপায় ১০ জন নিহত হন। এ ঘটনায় আহত হন অন্তত অর্ধশত মানুষ।

এরইমধ্যে ৯টি মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতরা হলেন ঝন্টু দাস, লিটন দেব, সুবীর, সুজিত দাস, দুলাল, আশিস বড়ুয়া, টিটু, কৃষ্ণপদ, প্রদীপ তালুকদার এবং ধনাশীল।’

দুর্ঘটনার কারণ উদঘাটনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাশহুদুল কবীরকে প্রধান করে পাঁচ সদসস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে রীমা কমিউনিটি সেন্টারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

পায়ের চাপায় হতাহতের ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

সারাবাংলা/একে

 

চট্টগ্রাম মেয়র মহিউদ্দিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর