অবরুদ্ধ গাজায় ৪ দিনের যুদ্ধবিরতি
২২ নভেম্বর ২০২৩ ০৯:৪২ | আপডেট: ২২ নভেম্বর ২০২৩ ১২:২৪
ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতির একটি প্রস্তাব অনুমোদন করেছে ইসরাইলের মন্ত্রিসভা। ৫০ জন জিম্মি মুক্তির বিনিময়ে অবরুদ্ধ গাজায় ৪ দিনের যুদ্ধবিরতি দেওয়া হয়েছে।
বুধবার (২২ নভেম্বর) যুদ্ধবিরতির প্রস্তাব অনুমোদনের এ খবর জানা গেছে। তবে ঠিক কবে জিম্মিদের মুক্তি দেওয়া হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। খবর: বিবিসি।
যুদ্ধবিরতির আওতায় অবরুদ্ধ গাজায় সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। তবে চিকিৎসা ও জ্বালানিসহ যেসব অনুদান গাজায় পাঠানো হবে তা যেনো নির্বিঘ্নে প্রবেশ করতে পারে তা নিশ্চিত করার দাবি জানিয়েছে হামাস। একইসঙ্গে যুদ্ধবিরতি চলাকালীন গাজায় কাউকে গ্রেফতার করতে পারবে না ইসরায়েলি সেনারা।
ইসরাইলের মন্ত্রিসভায় অনুমোদিত প্রস্তাব থেকে জানা গেছে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস তাদের হাতে বন্দি থাকা ৫০ জনের মতো ইসরাইলি জিম্মিকে মুক্তি দেবে। বিনিময়ে অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা আপাতত বন্ধ রাখবে ইসরাইল।
সারাবাংলা/এমও