নৌকার মাঝি হতে চান মামা, মনোনয়ন ফরম তুলেছেন ভাগ্নেও
২২ নভেম্বর ২০২৩ ০৯:২৫ | আপডেট: ২২ নভেম্বর ২০২৩ ১২:৩৯
চাঁপাইনবাবগঞ্জ: দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট) আসনে নৌকা প্রতীকের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মামা-ভাগ্নে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তারা নৌকার মনোনয়ন ফরম সংগ্রহ করেন। নৌকাপ্রতীক প্রত্যাশী হলেন, মামা অ্যাডভোকেট আফসার আলী ও ভাগ্নে কামরুল হাসান লিংকন।
অ্যাডভোকেট আফসার আলী চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। আর আওয়ামী লীগ নেতা আফসার আলীর আপন ভাগ্নে কামরুল হাসান লিংকন। সাবেক ছাত্রনেতা লিংকনও কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পদক ও কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্যের দায়িত্ব পালন করছেন।
জানা যায়, আফসার আলী গোমস্তাপুর উপজেলায় বেশ পরিচিত। এছাড়া ছাত্র রাজনীতি করার সুবাদে বর্তমানে তিনি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে, এই আওয়ামী লীগ নেতার ভাগ্নে কামরুল হাসান লিংকন দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে জড়িত। এই বছরের শুরুর দিকে আসনে উপ-নির্বাচন হলে নৌকা প্রতীকের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করে আলোচনায় আসেন তিনি। বছরের শুরু থেকেই তিনি দলীয় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি জনসংযোগ অব্যাহত রেখেছেন। এছাড়া সামাজিক-ধর্মীয় উৎসবকে ঘিরে মোড়ে-মোড়ে, দেয়ালে, বৈদ্যুতিক খুঁটিতে ব্যানার-ফেস্টুন লাগিয়ে শুভেচ্ছা নিবেদন করেন।
নৌকা প্রতীকের মনোনয়ন ফরম সংগ্রহ করার বিষয়টি নিশ্চিত করে আফসার আলী বলেন, ‘আমি যথাযথ নিয়ম মেনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছি এবং গতকালই আবেদন ফরম জমা দিয়েছি। আশা করি, আমার অবদান ও রাজনৈতিক ক্যারিয়ার বিবেচনায় দল আমাকে মনোনয়ন দিবে।’
ভাগ্নে কামরুল হাসান লিংকন বলেন, ‘আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকা প্রতীকের মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। ইনশাআল্লাহ, সময়ের মধ্যেই ফরম জমা দেবো। আমার নিজ এলাকা গোমস্তাপুরের মানুষ উন্নয়ন বঞ্চনার মধ্যে থাকায় নৌকার হাল ধরতে চাই। যাতে এলাকার উন্নয়ন করতে পারি। তবে নেত্রী যাকে নৌকা প্রতীক দিবে তার হয়ে আমি কাজ করবো।’
দলীয় সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে মামা-ভাগনে ছাড়াও এখন পর্যন্ত মনোনয়ন সংগ্রহ করেছেন বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুহা. জিয়াউর রহমান, গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, ভোলাহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক চিত্রনায়িকা মাহিয়া মাহি সরকার।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট) তিন উপজেলা নিয়ে গঠিত আসনে মোট ভোটার ৪,৩১,০৭১ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২,১৪,৩৫৬ জন ও নারী ভোটার ২,১৬,৭১৫ জন।
সারাবাংলা/এমএআই/এমও