Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন জোট নিয়ে আসছেন ইবরাহিম, যাচ্ছেন ভোটেও!

আসাদ জামান, স্পেশাল করেসপন্ডেন্ট
২২ নভেম্বর ২০২৩ ০০:৪৩ | আপডেট: ২২ নভেম্বর ২০২৩ ১০:২১

ঢাকা: নতুন একটি রাজনৈতিক জোট নিয়ে আসছেন বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক। তার এই জোটের সম্ভাব্য নাম ‘যুক্তফ্রন্ট’।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সৈয়দ ইবরাহিমের নতুন এই জোটে যোগ দিতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহসভাপতি (ভিপি) নুরুল হক নুরের গণঅধিকার পরিষদ, অ্যাডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী ও মোহম্মদ নজরুল ইসলামের নেতৃত্বাধীন বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) এবং অধ্যাপক ডা. এম এ মুকিত ও এ এন এম সিরাজুল ইসলামের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টি ছাড়াও বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা সমমনা কয়েকটি শরিক দল।

বিজ্ঞাপন

বুধবার (২২ নভেম্বর) সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন এই জোটের ঘোষণা দেওয়া হবে।

রাজনীতির নতুন মেরুকরণের হিড়িকের মধ্যে সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের জোট গঠন নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে রাজনৈতিক পরিমণ্ডলে। রাজনীতির অন্দর মহলে আলোচনা উঠেছে— বিএনপির সঙ্গে চলমান যুগপৎ আন্দোলনের ইতি টেনে বিদ্যমান সংবিধানের আলোকে ভোটে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। সব কিছু ঠিক থাকলে বুধবারের সংবাদ সম্মেলনেই ভোটে যাওয়ার ঘোষণা দিতে পারেন তিনি।

জোট গঠন সম্পর্কে জানতে চাইলে সৈয়দ মুহাম্মদ ইবরাহিম সারাবাংলাকে বলেন, ‘বুধবার আমাদের সংবাদ সম্মেলন আছে। ওখানে সবকিছু পরিষ্কার করা হবে। আশা করি আপনারা সবাই সেখানে উপস্থিত থাকবেন। আমাদের সংবাদ সম্মেলন সকাল ১১টায়।’

ভোটে অংশ নেওয়া প্রসঙ্গে সৈয়দ ইবরাহিম বলেন, ‘ভোটে যাওয়ার জন্য না, সরকারের বিরুদ্ধে আন্দোলন করার জন্য জোট গঠন হচ্ছে। আমি সরকারবিরোধী আন্দোলনের জন্য জোট করছি, নির্বাচনের জন্য নয়।’

বিজ্ঞাপন

তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট বিলুপ্তির পর সমমনা ১২ দলীয় জোটের শরিক দল হিসেবে যুগপৎ আন্দোলনে থাকা সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের নতুন জোট গঠনের পেছনে মূল কারণ হচ্ছে নির্বাচনে অংশগ্রহণ। এ কারণেই নির্বাচন কমিশনে নিবন্ধন থাকা বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) এবং বাংলাদেশ জাতীয় পার্টিকে সৈয়দ ইবরাহিম নতুন জোটে রাখছেন। সঙ্গে নিচ্ছেন হালের আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব গণঅধিকার পরিষদের নুরুল হক নুরকে, যিনি সরকারবিরোধী আন্দোলনে সরব রয়েছেন।

বিশ্বস্ত আরেকটি সূত্র থেকে জানা গেছে, তফসিল ঘোষণার আট দিনের মাথায় নতুন জোট গঠন করে সরকারবিরোধী আন্দোলন করা সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের মূল লক্ষ্য নয়। তার মূল লক্ষ্য একটি প্ল্যাটফর্ম তৈরি করা, যেটি ব্যবহার করে সরকারের সঙ্গে দরকষাকষির মাধ্যমে প্রত্যাশিত আসন ও সুযোগ-সুবিধা আদায় করে নির্বাচনে অংশ নেওয়া যায়। সেই লক্ষ্যেই জোট গঠনের ক্ষেত্রে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর দিকে নজর দিয়েছেন তিনি। ইসিতে নিবন্ধিত ২৮ নম্বর দল বাংলাদেশ জাতীয় পার্টি (প্রতীক কাঁঠাল) এবং ৪০ নম্বর দল বিএমএলকে (প্রতীক হাতের পাঞ্জা) জোটে ভেড়াতে সক্ষমও হয়েছেন।

জানতে চাইলে বাংলাদেশ জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ডা. এম এ মুকিত মঙ্গলবার (২১ নভেম্বর) রাত ১১টার দিকে সারাবাংলাকে বলেন, ‘আমরা একটি জরুরি মিটিংয়ে আছি। এখন কোনো সাংবাদিকের সঙ্গে কথা বলতে পারব না। কাল ফোন দিয়েন।’

বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি শেখ জুলফিকার বুলবুল চৌধুরী সারাবাংলাকে বলেন, ‘আপনি যখন জেনেই ফেলেছেন, তখন আর গোপন করার কিছু নেই। সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের নেতৃত্বে আমরা নতুন একটা জোট করতে যাচ্ছি।’

জোটের অন্য শরিক দলগুলো কারা— এমন প্রশ্নের জবাবে শেখ জুলফিকার বলেন, ‘জোটে আর কারা কারা আছেন বা থাকবেন, সে ব্যাপারে জোট প্রধানই ভালো বলতে পারবেন। এ বিষয়ে আমি কিছু বলতে পারব না।’

নতুন এ জোট নির্বাচনে যাবে কি না— এমন প্রশ্ন করলে জবাবে বিএমএল সভাপতি শেখ জুলফিকার বুলবুল চৌধুরী বলেন, ‘এসব প্রশ্নের উত্তর সৈয়দ মুহম্মদ ইবরাহিমের মুখ থেকে শুনলেই ভালো হয়। কারণ তিনি আমাদের নেতা। (বুধবার) সংবাদ সম্মেলনে আসুন। সব জানতে পারবেন।’

এদিকে জোটের আত্মপ্রকাশের আগেই নতুন বিতর্কের জন্ম হয়েছে জোটের নাম নিয়ে। ২০১৮ সালের নির্বাচনের আগে সাবেক রাষ্ট্রপতি বাংলাদেশ বিকল্প ধারার প্রেসিডেন্ট অধ্যাপক ড. বদরুদ্দোজা চৌধুরী (বি চৌধুরী) ‘যুক্তফ্রন্ট’ নামে জোট গঠন করেছিলেন। ‘জাতীয় ঐক্যফ্রন্ট’ গঠনের আগে যুক্তফ্রন্টেই সমবেত হয়েছিলেন আ স ম আবদুর রব, মাহমুদুর রহমান মান্না, প্রয়াত ডা. জাফরুল্লাহ চৌধুরী। পরে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্যন্টে চলে যান আ স ম আবদুর ও মাহমুদুর রহমান মান্নারা। আর যুক্তফ্রন্ট নিয়ে আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনে যান বি চৌধুরী।

শেষ পর্যন্ত সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের জোটের নাম ‘যুক্তফ্রন্ট’ হলে রাজনীতিতে আরেক ‘ক্যাচাল’ শুরু হতে পারে বলে ধারণা করছে সংশ্লিষ্টরা।

সারাবাংলা/এজেড/টিআর

কল্যাণ পার্টি গণঅধিকার পরিষদ টপ নিউজ নতুন জোট নুরুল হক নুর বাংলাদেশ জাতীয় পার্টি বাংলাদেশ মুসলিম লীগ বিএমএল যুক্তফ্রন্ট রাজনৈতিক জোট সৈয়দ মুহাম্মদ ইবরাহিম সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক