Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাষ্ট্রপতি সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ

সারবাংলা ডেস্ক
২১ নভেম্বর ২০২৩ ২২:২৫ | আপডেট: ২১ নভেম্বর ২০২৩ ২২:৫০

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন তিন বাহিনীর প্রধান। ছবি: পিআইডি

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানরা।

মঙ্গলবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় সশস্ত্র বাহিনী বিভাগের সর্বাধিনায়ক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আবদুল হান্নান।

বিজ্ঞাপন

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, সশস্ত্র বাহিনী বিভাগের সর্বাধিনায়ক রাষ্ট্রপতিকে নিজ নিজ বাহিনীর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন বাহিনীগুলোর প্রধানরা।

দিবসটি উপলক্ষে সশস্ত্র বাহিনীর সদস্যদের শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপ্রধান বলেন, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সশস্ত্র বাহিনীর সদস্যরা তাদের কর্মকাণ্ডের মাধ্যমে দেশের জন্য সম্মান বয়ে এনেছেন। সশস্ত্র বাহিনীর সদস্যরা পেশাগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে আগামীতেও দেশের উন্নয়নে আরও অবদান রাখতে সক্ষম হবে বলে আশাবাদ জানান রাষ্ট্রপতি।

এ সময় বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন। বাসস

সারাবাংলা/এনআর/টিআর

তিন বাহিনী প্রধান বঙ্গভবন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ সশস্ত্র বাহিনী দিবস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর