বৈদেশিক অর্থের প্রতিশ্রুতি বাড়লেও কমেছে ছাড়
২১ নভেম্বর ২০২৩ ২২:২৪ | আপডেট: ২২ নভেম্বর ২০২৩ ০৯:৪৪
ঢাকা: বৈদেশিক অর্থের প্রতিশ্রুতি বাড়লেও অর্থছাড় কমছে; পাশাপাশি বেড়েছে ঋণ শোধের পরিমাণ। চলতি অর্থবছরের অক্টোবর পর্যন্ত উন্নয়ন সহযোগীরা ছাড় করেছে ১৬২ কোটি ৬১ লাখ ডলার, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ১৯৭ কোটি ৬ লাখ ডলার। এ হিসেবে চলতি অর্থবছরে চার মাসে অর্থছাড় কমেছে ৩৪ কোটি ৯৯ লাখ ডলার।
মঙ্গলবার (২১ নভেম্বর) অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) প্রতিবেদনের এসব তথ্য তুলে ধরা হয়।
অন্যদিকে, চলতি অর্থবছরের চার মাসে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে প্রতিশ্রুতি এসেছে ৪৬২ কোটি ৮৫ লাখ ডলার। এর মধ্যে ঋণ ৩৩৮ কোটি ৫৩ লাখ ডলার এবং অনুদান ২৪ কোটি ৩২ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে প্রতিশ্রুতি ছিল ৪১ কোটি ৩৮ লাখ ডলার। এর মধ্যে ঋণ ৩০ কোটি এবং অনুদান ছিল ১১ কোটি ৩৬ লাখ ডলার।
তবে গত চার মাসে উন্নয়ন সহযোগীদের ঋণ পরিশোধ করা হয়েছে ১১০ কোটি ১৫ লাখ ডলার, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৭২ কোটি ৪২ লাখ টাকা। এ হিসেবে ঋণ পরিশোধ বেড়েছে ৩৭ কোটি ৭৩ লাখ ডলার। তবে বেড়েছে প্রতিশ্রুতির পরিমাণ।
প্রতিবেদনে বলা হয়েছে, গত অক্টোবর মাস পর্যন্ত যে পরিমাণ অর্থছাড় হয়েছে এর মধ্যে ঋণ ১৫৬ কোটি ৮ লাখ ডলার এবং অনুদান ৬ কোটি ৫৩ লাখ ডলার। গত অর্থবছর এই সময়ে ঋণের অর্থ ছাড় হয়েছিল ১৮৭ কোটি ৭৮ লাখ ডালার এবং অনুদান ৯ কোটি ২৮ লাখ ডলার।
ঋণ পরিশোধের ক্ষেত্রে দেখা যায়, চলতি অর্থবছরের অক্টোবর পর্যন্ত যে ঋণ পরিশোধ করা হয়েছে এর মধ্যে সুদ ৪৬ কোটি ৭৪ লাখ ডলার এবং আসল ৬৩ কোটি ৪০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে সুদ পরিশোধ করা হয় ১৮ কোটি ৭৭ লাখ ডলার এবং আসল ৫৩ কোটি ৬৫ লাখ ডলার পরিশোধ করা হয়েছিল।
সারাবাংলা/জেজে/পিটিএম