যাত্রাবাড়ীতে বাসে আগুন, আহত ১
স্টাফ করেসপন্ডেন্ট
২১ নভেম্বর ২০২৩ ২১:৪৬ | আপডেট: ২১ নভেম্বর ২০২৩ ২২:১০
২১ নভেম্বর ২০২৩ ২১:৪৬ | আপডেট: ২১ নভেম্বর ২০২৩ ২২:১০
ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত হয়েছেন একজন। মঙ্গলবার (২১ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সদর দফতর থেকে মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত ৮ টা ৪০ মিনিটে বাসে আগুন দেওয়ার সংবাদ পাওয়া যায়। পরে পোস্তগোলা ফায়ার স্টেশন থেকে ঘটনাস্থলে দুই ইউনিট গিয়ে আগুন নির্বাপণ করে। এই আগুন দেওয়ার ঘটনা একজন আহত হয়েছেন।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম বলেন, রাইদা পরিবহন নামে একটি বাসে আগুন দেওয়া হয়। ধারণা করা হচ্ছে যাত্রী বেশে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়েছে।
সারাবাংলা/এসএসআর/এনইউ