Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবরোধের সমর্থনে রামপুরায় ছাত্রদলের মশাল মিছিল

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ নভেম্বর ২০২৩ ২১:০৯

ঢাকা: আগামীকাল বুধবার (২২ নভেম্বর) ভোর ৬টা থেকে শুরু হতে যাওয়া টানা ৪৮ ঘণ্টা অবরোধের সমর্থনে মশাল মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

মঙ্গলবার (২১ নভেম্বর) রাতে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক আহবায়ক জসিম সিকদার রানার নেতৃত্বে মশাল মিছিলটি হাতিরঝিল থেকে শুরু হয়ে রামপুরা বিটিভি সেন্টারের সামনে গিয়ে শেষ হয়।

মশাল মিছিলে অংশ নেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল হামিদ নিরব, সাবেক সহ-সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম আরিফ, রামপুরা থানা ছাত্রদলের সাবেক আহবায়ক মো. পাভেল, ছাত্রদল নেতা মো.রিমন, বাড্ডা থানা ছাত্রদল নেতা নাসির হোসেন, ইমন আহমেদ, হাতিরঝিল থানা ছাত্রদল নেতা মো. তন্ময়, সাইফুল হোসেন, তেজগাও শিল্পাঞ্চল থানা নেতা আরিফ বিল্লাহ, দুলাল মিয়া, বনানী থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মো. সোহাগ, সদস্য ফারহান হোসেন, শেরেবাংলা থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাইদুল হীরা, ছাত্রদল নেতা সবুজ রহমান, হাসিব মোল্লা, তেজগাঁও থানা ছাত্রদল নেতা ফরহাদ হোসেন, হাফিজ উদ্দিন, গুলশান থানা ছাত্রদল নেতা আরিফ হোসেন, মো. জুয়েল প্রমুখ।

সারাবাংলা/এজেড/এনইউ

ছাত্রদল মশাল মিছিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর