Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আদালতে ককটেল বিস্ফোরণ: মামলার প্রতিবেদন ৫ ডিসেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট
২১ নভেম্বর ২০২৩ ১৭:৫১ | আপডেট: ২১ নভেম্বর ২০২৩ ১৯:২২

ঢাকা: ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় রাজধানীর কোতোয়ালি থানায় মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আগামী ৫ ডিসেম্বর ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (২১ নভেম্বর) মামলাটির এজাহার আদালতে আসে। এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালত তা গ্রহণ করে মামলাটি তদন্ত করে কোতোয়ালি থানার সাব-ইন্সপেক্টর বিল্লাল হোসেন জনিকে আগামী ৫ ডিসেম্বর প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

গত ২০ নভেম্বর রাতেই কোতোয়ালি থানার সাব-ইন্সপেক্টর মুহাম্মদ কামরুল হোসেন বাদী হয়ে অজ্ঞানতামাদের আসামি করে এ মামলাটি দায়ের করেন।

জানা যায়, গত ২০ নভেম্বর বিকেল ৩টা ৫২ মিনিটে ককটেল বিস্ফোরণ ঘটায় অজ্ঞাতনামা নাশকতাকারীরা। উপস্থিত আইনজীবীদের ও আদালতে আসা বিচারপ্রার্থীদের জীবন ও সম্পত্তি বিপন্ন অথবা গুরুতর ক্ষতিসাধনের লক্ষ্যে ককটেল বিস্ফোরণ করে তারা। এতে আদালতে আসা বিচারপ্রার্থীসহ বিভিন্ন লোকজন আতঙ্কিত হয়ে পড়েন এবং আদালতের নিরাপত্তা হুমকির মুখে পড়াসহ আদালতের বিচার কার্যক্রম বিঘ্নিত হয়।

# আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ

সারাবাংলা/এআই/এনইউ

আদালত ককটেল টপ নিউজ বিস্ফোরণ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর