Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খিলক্ষেতে ট্রাক চাপায় যুবলীগ নেতা নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
২১ নভেম্বর ২০২৩ ১৩:২২ | আপডেট: ২১ নভেম্বর ২০২৩ ১৩:২৪

ঢাকা: রাজধানীর খিলক্ষেতের ৩০০ফিটে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক রাজু আহমেদ (৪১) নামে এক যুবলীগ নেতা মারা গেছেন। তিনি যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ছিলেন।

সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ৩০০ফিট স্বদেশ আন্ডারপাসে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খিলক্ষেত থানার উপ পরিদর্শক (এসআই) দীন মোহাম্মদ জানান, রাতে মোটরসাইকেল চালিয়ে ৩০০ফিট দিয়ে যাওয়ার সময় দ্রুতগামীর একটি ট্রাকের চাপায় গুরুতর আহত হন তিনি। পরে পথচারীরা তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা গেলেও চালক পালিয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

মৃত রাজুর বড় ভাই রুবেল হোসেন জানান, রাজু আহমেদের বাড়ি জয়পুরহাটের আক্কেলপুর থানার হাস্তাবসন্তপুর গ্রামে। বাবার নাম মৃত ঈসমাইল হোসেন। রাজু তার স্ত্রী ও ছেলে-ছেলেকে নিয়ে পশ্চিম ধানমন্ডি জাফরাবাদ এলাকায় থাকতেন।

সারাবাংলা/এসএসআর/ইআ

টপ নিউজ যুবলীগ নেতা

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর