Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিনা প্রয়োজনে সুপ্রিম কোর্টে প্রবেশে নিষেধাজ্ঞা

স্টাফ করেসপন্ডেন্ট
২০ নভেম্বর ২০২৩ ২৩:০৩ | আপডেট: ২০ নভেম্বর ২০২৩ ২৩:১৮

ঢাকা: সুপ্রিম কোর্ট প্রশাসন ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্ধারিত স্টিকার ছাড়া সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে গাড়ি প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। জরুরি প্রয়োজনে প্রবেশ করতে হলেও জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট সঙ্গে রাখতে হবে। এ ছাড়া বিনা প্রয়োজনে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রবেশ না করতে বলা হয়েছে।

সোমবার (২০ নভেম্বর) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মো. মশিয়ার রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য বলা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিনা প্রয়োজনে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে কেউ যেন প্রবেশ না করে। জরুরি প্রয়োজনে কেউ প্রবেশ করলে জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট সঙ্গে রাখার জন্য বলা হয়েছে। সুপ্রিম কোর্ট প্রশাসন ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সরবরাহ করা নির্ধারিত স্টিকার ছাড়া গাড়ি প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। তা না হলে অবৈধ অনুপ্রবেশকারী বিবেচনা করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান বলেছেন, ‘সাংবাদিকেরা সুপ্রিম কোর্টে প্রবেশের ক্ষেত্রে কোনো বাধার সম্মুখীন হবেন না। সাংবাদিকেরা নিজেদের আইডি কার্ড পরবেন এবং গাড়ি প্রবেশের ক্ষেত্রে গণমাধ্যমের স্টিকার ব্যবহার করবেন।’

সারাবাংলা/কেআইএফ/টিআর

প্রবেশে নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্ট

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর