Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা-কক্সবাজার ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে না মঙ্গলবার থেকে

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ নভেম্বর ২০২৩ ২০:১৯ | আপডেট: ২০ নভেম্বর ২০২৩ ২১:১৪

ঢাকা: পর্যটন নগরী কক্সবাজারে পৌঁছে গেছে ট্রেন। আনুষ্ঠানিক উদ্বোধনও হয়েছে আগেই। ১ ডিসেম্বর থেকে ঢাকা-কক্সবাজার রুটে বাণিজ্যিক ট্রেন চলাচলের ঘোষণা রয়েছে। আর সেই যাত্রার টিকিট বিক্রি হওয়ার কথা ছিল আগামীকাল মঙ্গলবার (২১ নভেম্বর) থেকে। তবে রেল কর্তৃপক্ষ জানাচ্ছে, প্রস্তুতি শেষ না হওয়ায় এখনই সেই টিকিট বিক্রি সম্ভব হচ্ছে না।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসিরউদ্দিন চৌধুরী বলেন, ঢাকা-কক্সবাজার রুটের জন্য ট্রেনের টিকিট বিক্রি শুরু হওয়ার কথা ছিল আগামীকাল মঙ্গলবার থেকে। কিন্তু আমাদের প্রস্তুতি এখনো কিছুটা বাকি আছে। ফলে কাল থেকে টিকিট বিক্রি করা যাচ্ছে না। খুব শিগগিরই টিকিট বিক্রি শুরু হবে।

বিজ্ঞাপন

রেলওয়ে সূত্র জানিয়েছে, ঢাকা-কক্সবাজার রুটে শোভন চেয়ার (নন-এসি সিট) শ্রেণিতে প্রতিটি সিটের ভাড়া ৫০০ টাকা ও এবং স্নিগ্ধা (এসি সিট) শ্রেণিতে প্রতিটি সিটের ভাড়া ৯৬১ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া প্রথম শ্রেণি চেয়ার ৬৭০ টাকা, প্রথম শ্রেণির বার্থ/সিট ১১৫০ টাকা এবং এসি বার্থের টিকিটের দাম জনপ্রতি ১৭২৫ টাকা।

সারাবাংলা/জেআর/টিআর

টপ নিউজ ঢাকা-কক্সবাজার রেল ঢাকা-কক্সবাজার রেলপথ ঢাকা-কক্সবাজারে ট্রেন