সুন্দরবনের আন্ধারমানিক থেকে ২ লাশ উদ্ধার
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ নভেম্বর ২০২৩ ১৯:০৮ | আপডেট: ২০ নভেম্বর ২০২৩ ১৯:২৩
২০ নভেম্বর ২০২৩ ১৯:০৮ | আপডেট: ২০ নভেম্বর ২০২৩ ১৯:২৩
বাগেরহাট: পুর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক এলাকায় নদীর চরে পড়ে থাকা দুইটি অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড পশ্চিম জোন।
কোস্টগার্ড জানিয়েছে, সোমবার (২০ নভেম্বর) সকালে কোস্টগার্ড পশ্চিমজোনের জাহাজ বিসিজিএস স্বাধীন বাংলা নিয়মিত টহল দেওয়ার সময় নদীর তীরে দুইটি মৃতদেহ দেখতে পায়। এসময় জাহাজে থাকা কোস্টগার্ড সদস্যরা মৃতদেহ দুইটি উদ্ধার করে। পরে মৃতদেহগুলো বিকেলে সুন্দরবন সংলগ্ন মোংলার চাঁদপাই নৌ থানায় হস্তান্তর করা হয়।
চাঁদপাই নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আক্তার মোর্শেদ জানান, মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
ওই পুলিশ কর্মকর্তা জানান,উদ্ধার হওয়া মৃতদেহ দুটি হয়ত ঘূর্ণিঝড় মিধিলিতে নিখোঁজ হওয়া জেলের হবে।
সারাবাংলা/একে