Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নভেম্বরের প্রথম ২০ দিনেই ডেঙ্গুতে মৃত্যু ২০০ ছাড়াল

সিনিয়র করেসপন্ডেন্ট
২০ নভেম্বর ২০২৩ ১৮:৩৩ | আপডেট: ২০ নভেম্বর ২০২৩ ১৮:৪৭

ঢাকা: চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছেই। চলতি মাসের প্রথম ২০ দিনেই ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মারা গেছেন ২০৬ জন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩১ হাজার ২৭৭ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সর্বশেষ রোববার (১৯ নভেম্বর) সকাল ৮টা থেকে সোমবার (২০ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে এক হাজার ১৯৭ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮৬ জন। ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯১১ জন।

বিজ্ঞাপন

এ নিয়ে এখন পর্যন্ত দেশে তিন লাখ দুই হাজার ৪৫২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে পাঁচ জন ডেঙ্গু আক্রান্ত রোগী মারা গেছে। এর মাঝে ঢাকায় মৃত্যু হয়েছে তিন জনের, ঢাকার বাইরে দুই জনের। চলতি মৌসুমে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ৫৫৪ জন।

সোমবার (২০ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুধুমাত্র ঢাকার দুই সিটি করপোরেশনের হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন এক লাখ পাঁচ হাজার ৮২১ জন। এক লাখ ৯৬ হাজার ৬৩১ জন ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরের হাসপাতালগুলোতে চিকিৎসা নিয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট চার হাজার ৬৫৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে এক হাজার ১৯৩ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে তিন হাজার ৪৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

বিজ্ঞাপন

হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই লাখ ৯৬ হাজার ২৪৫ জন। এর মাঝে ঢাকায় এক লাখ তিন হাজার ৭২৪ এবং ঢাকার বাইরে এক লাখ ৯২ হাজার ৫২১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন— উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

সারাবাংলা/এসবি/এনইউ

আক্রান্ত টপ নিউজ ডেঙ্গু মৃত্যু

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর