Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনএমের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির আবু জাফর

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ নভেম্বর ২০২৩ ১৭:৩০ | আপডেট: ২০ নভেম্বর ২০২৩ ১৮:৫৯

জাতীয় প্রেসক্লাবে বিএনএমের সংবাদ সম্মেলন। ছবি: সারাবাংলা

ঢাকা: জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপি ছেড়ে আসা ‘মধ্যম সারির’ কয়েকজন নেতার উদ্যোগে গঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে বিএনপির সাবেক সংসদ সদস্য শাহ মো. আবু জাফরের নাম ঘোষণা করা হয়েছে।

সোমবার (২০ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনএমের মহাসচিব ড. মো. শাহ্জাহান।

সংবাদ সম্মেলনে মো. শাহ্জাহান বলেন, ‘এখন থেকে বিএনএমের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন ফরিদপুর-১ আসনের সাবেক তিন বারের সংসদ সদস্য প্রখ্যাত শ্রমিক নেতা শাহ মো. আবু জাফর। বিএনএমের চেয়ারম্যানের নামও খুব শিগগিরই ঘোষণা করা হবে। তিনি আপনাদের সবার সুপরিচিত ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন রাজনীতিবিদ। তার নাম যথাসময়ে সবাইকে জানানো হবে। পরবর্তী ঘোষণা নিয়ে তিনি নিজেই আপনাদের সামনে হাজির হবেন।’

বিএনএমের এই মুখপাত্র বলেন, ‘দলের মহাসচিব হিসেবে আপনাদের এতটুকু আশ্বস্ত করতে পারি এই দলে অনেক চৌকস রাজনীতিবিদ, সাংবাদিক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সম্মিলন হয়েছে ও হবে এবং খুব কাছাকাছি নিকট ভবিষ্যতে আরও অনেক সাবেক এমপি, রাজনীতিবিদ, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের খ্যাতিসম্পন্ন বহু বরেণ্য ও খ্যাতিমান লোকদের আবির্ভাব ঘটবে আমাদের দলে।’

আরও পড়ুন- মঙ্গলবার বিএনএম’র দায়িত্ব নিচ্ছেন মেজর হাফিজ, আসছে আরও চমক

এ পর্যায়ে সংবাদ সম্মেলন মঞ্চে থাকা শাহ মোহম্মদ আবু জাফর, ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. আব্দুল ওহাব, সুনামগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য দেওয়ান শামসুল আবেদিন, বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক আব্দুর রহমানকে পরিচয় করিয়ে দেন ড. মো. শাহ্জাহান।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘এসব বরেণ্য ব্যক্তিরা বিভিন্ন দলের সঙ্গে রাজনীতি করেছেন। কিন্তু দলের অভ্যন্তরে গণতন্ত্র চর্চার অভাব, নীতি ও কৌশলের সঙ্গে নিজেকে মেলাতে না পারা, দলীয় সিদ্ধান্তের সঙ্গে নীতিগত বিরোধসহ নানা কারণে তারা বিএনএমে যোগ দিয়েছেন। বিএনএম সেই সব মানুষের জন্য একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম, যারা নিজেদের সৎ, নীতিবান, দেশপ্রেমী রাজনীতিবিদ হিসেবে মনে করেন।’

মো. শাহ্জাহান জানান, ‘জাতীয় নির্বাহী কমিটির আত্মপ্রকাশের মধ্য দিয়ে সোমবার (২০ নভেম্বর) থেকে দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি শুরু হবে। ৩০০ আসনের জন্যই মনোনয়ন ফর্ম বিক্রি করবে বিএনএম। এর মধ্যে থেকে অন্তত ৯০টি আসনে যোগ্য প্রার্থী দেওয়ার মতো সক্ষমতা রয়েছে বিএনএমের।’

দলের চেয়ারম্যান কবে নাগাদ আত্মপ্রকাশ করবেন?— এমন প্রশ্নের জবাবে মো. শাহ্জাহান বলেন, ‘খুব শিগগিরই হবে। দুয়েকদিন বা দু-চার দিনের বেশি সময় লাগবে না।’

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বিএনএমের চেয়ারম্যান হচ্ছেন— এমন গুঞ্জন রয়েছে রাজনৈতিক অঙ্গনে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে বিএনএমের মহাসচিব বলেন, ‘আমাদের দলের পক্ষ থেকে কখনো বলা হয়নি মেজর হাফিজ বিএনএমের চেয়ারম্যান হচ্ছেন। তবে এটুকু বলতে পারি, আপনাদের জন্য বড় ধরনের চমক রয়েছে। যিনি বিএনএমের চেয়ারম্যান হবেন, তিনি বাংলাদেশের অত্যন্ত পরিচিত এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন রাজনীতিবিদ।’

এদিকে সংবাদ সম্মেলনে উপস্থিত থাকলেও বিএনএমের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ মোহম্মদ আবু জাফর কোনো কথা বলেননি।

মুক্তিযুদ্ধের সাব-সেক্টর কমান্ডার শাহ মো. আবু জাফর বিএনপির নির্বাহী সদস্য ও প্রখ্যাত শ্রমিক নেতা। ২০০৫ সালের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে ফরিদপুর-১ আসন (মধুখালী, বোয়ালমারী, আলফাডাঙ্গা) থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

বিজ্ঞাপন

এর আগে ১৯৭৯ সালে ফরিদপুর-৪ থেকে বাকশালের হয়ে নৌকা প্রতীকে এবং ১৯৮৬ ও ১৯৮৮ সালে ফরিদপুর-১ আসন থেকে জাতীয় পার্টির হয়ে লাঙ্গল প্রতীকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন শাহ মো. আবু জাফর।

সারাবাংলা/এজেড/টিআর

টপ নিউজ ড. মো. শাহ্‌জাহান বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) বিএনএম শাহ মো. আবু জাফর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর