Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডে ৫০ লাখ টাকার ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ নভেম্বর ২০২৩ ১৭:৪০ | আপডেট: ২০ নভেম্বর ২০২৩ ১৯:৫৫

রাঙ্গামাটি: রাঙ্গামাটির জুরাছড়ি উপজেলার সামিরা বাজারে অগ্নিকাণ্ডে চারটি দোকান, একটি কাঁচা ঘর ও দুইটি মোটরসাইকেল পুড়েছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করছেন।

সোমবার (২০ নভেম্বর) ভোরে এ আগুন লাগে। স্থানীয়দের ধারণা, চায়ের দোকান থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত।

স্থানীয় লোকজন জানান, ভোর ৪টার দিকে একটি চায়ের দোকানে আগুনের শিখা দেখতে পান স্থানীয়রা। এক পর্যায়ে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে না পারায় চারটি দোকান ও একটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। প্রায় দুই ঘণ্টা ধরে জ্বলা আগুনে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

এদিকে, ঘটনার পর সকালে জুরাছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, নারী ভাইস চেয়ারম্যান আল্পনা চাকমা, ভাইস-চেয়ারম্যান রিটন চাকমা, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ, জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ইমন চাকমা, থানার ওসি আব্দুস সালাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

ইউএনও মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে উপজেলা প্রশাসন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তাদের পাশে দাঁড়াতে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সারাবাংলা/এনইউ

অগ্নিকাণ্ড টপ নিউজ রাঙ্গামাটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর