মিরপুরে জ্বলল বিআরটিসির বাস, ২৪ ঘণ্টায় ১৬ যানবাহনে আগুন
২০ নভেম্বর ২০২৩ ১৬:১৪ | আপডেট: ২০ নভেম্বর ২০২৩ ১৭:৩৬
ঢাকা: রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি দোতলা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২০ নভেম্বর) দুপুর ২টা ৩৫ মিনিটের দিকে বাসটিতে আগুন দেওয়া হয়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, বাসে আগুনের খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে ১৯ নভেম্বর ভোর থেকে ২০ নভেম্বর ভোর পৌঁনে ৫টা পর্যন্ত ১৬টি আগুনের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ।
ফায়ার সার্ভিস জানায়, ১৯ নভেম্বর ভোর ৩টার দিকে জামালপুরের সরিষাবাড়িতে জামালপুর এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ওই ট্রেনের তিনটি বগি পুড়ে যায়। প্রায় একই সময়ে বগুড়ায় একটি ট্রাকে আগুন দেয়। ভোরের দিকে ফেনীর লালপুরে ১টি কাভার্ড ভ্যানে আগুন দেয়। রাত ৩টা ২০ মিনিটে নাটোরের ভবানীগঞ্জে বাসে আগুন দেয়।
১৯ নভেম্বর সকাল সাড়ে ৮টায় কাজী আলাউদ্দিন রোড বঙ্গবাজারে সিএনজিতে ককটেল বিস্ফোরণ করলে আগুনে সিএনজি পুড়ে যায়।
বিকেল ৫টা ৩৫ মিনিটে রাজশাহীর গোদাগাড়িতে ১টি বাসে আগুন দিলে পুড়ে যায়।
সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বগুড়ার নন্দীগ্রামে ১টি ট্রাকে আগুন দেয়। রাত ৮টা ১০ মিনিটে ফেনীর মহিপালে ১টি বাসে আগুন দেয়। রাত ৮টা ২৫ মিনিটে ধানমন্ডিতে আনোয়ার খান মডার্ন হাসপাতালের সামনে ১টি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
রাত ৯টা ৫২ মিনিটে রাজশাহীর পুঠিয়াতে ১টি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। রাত ৯টা ৫৮ মিনিটে যাত্রবাড়ী থানার সামনে একটি বাসে আগুন দেয়। রাত ১০টা ২৫ মিনিটে বগুড়ার নন্দীগ্রামে ১টি ট্রাকে আগুন দেয়।
রাত ১০টা ৫৮ মিনিটে টঙ্গীর মিরের বাজারে ১টি ট্রাকে আগুন দেয়। ২০ নভেম্বর রাত ১২টা ৪২ মিনিটে সিরাজগঞ্জের কামারখন্দ এলাকায় ১টি ট্রাকে আগুন, ভোর ৪টা ৫ মিনিটে চট্টগ্রামের সাতকানিয়াতে ৩টি বাসে আগুন এবং ভোর ৪টা ৪৫ মিনিটে মিরসরাইয়ে ১টি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা।
সারাবাংলা/ইউজে/এনইউ