Tuesday 14 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আর্জেন্টিনার প্রেসিডেন্ট হলেন কট্টর ডানপন্থি হাভিয়ের মিলেই

আন্তর্জাতিক ডেস্ক
২০ নভেম্বর ২০২৩ ১৪:১০ | আপডেট: ২০ নভেম্বর ২০২৩ ১৪:৪৭

আর্জেন্টিনার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন কট্টর ডানপন্থী নেতা হাভিয়ের মিলেই। রোববার (১৯ নভেম্বর) দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনে জয় পান তিনি। রাত পর্যন্ত ৯০ শতাংশ ভোট গণনা শেষে যায়, মিলেই ৫৬ শতাংশ ভোট পেয়েছেন।

নির্বাচনে মিলেইয়ের প্রতিদ্বন্দ্বী বামপন্থি নেতা ও বর্তমান অর্থমন্ত্রী সার্জিও মাসা। তিনি পেয়েছেন ৪৪ শতাংশ ভোট।

আর্জেন্টিনায় এবারের প্রেসিডেন্ট নির্বাচন এমন এক সময়ে হয়েছে যখন দেশটি ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং প্রবল অর্থনৈতিক সংকটে জর্জরিত।

রোববার রাতে সমর্থকদের উদ্দেশে এক ভাষণে মিলেই বলেছেন, আমরা এখন মুক্ত বিশ্বের সব জাতির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে যাচ্ছি।

মিলেই নির্বাচনি ইশতেহারে অর্থনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এর মধ্যে অন্যতম একটি প্রস্তাব হলো আর্জেন্টিনার কেন্দ্রীয় ব্যাংকিং ব্যবস্থা বন্ধ করে দেওয়া।

সারাবাংলা/আইই

আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর