Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় অস্ট্রেলিয়া, সহিংসতায় উদ্বেগ

স্টাফ করেসপন্ডেন্ট
২০ নভেম্বর ২০২৩ ১৩:৩২ | আপডেট: ২০ নভেম্বর ২০২৩ ১৫:২২

ঢাকা: বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় অস্ট্রেলিয়া। গত কয়েকদিনের সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে দেশটি।

সোমবার (২০ নভেম্বর) সকালে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুর একথা বলেন। পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রীর দফতরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

জেরেমি ব্রুর বলেন, ‘সরকার অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষে ও প্রতিশ্রুতিবদ্ধ, আমরা এই বিষয়টিকে স্বাগত জানাই। তবে গত কয়েক দিনের সড়কে সহিংসতার ঘটনায় আমরা উদ্বিগ্ন। আমরা প্রত্যাশা করব বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় থাকবে।’

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার বিনিয়োগকারীরা সহজ পন্থায় বিনিয়োগ বাড়াতে আগ্রহী। তবে এজন্য প্রয়োজন ব্যবসার ভালো পরিবেশ। বাংলাদেশে সেই সুযোগ রয়েছে, বিনিয়োগকারীরাই সেই সিদ্ধান্ত নেবে।’

বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী বলেন, ‘স্বাধীনতার সময়ও অস্ট্রেলিয়া উচ্চমানের সমর্থন দিয়েছেন। আজ আমরা সে দেশে পড়ালেখা করার জন্য ভিসা প্রক্রিয়াকে সহজ করে দেওয়ার কথা বলেছি। আমরা যে ১০টি দেশে সবচেয়ে বেশি এক্সপোর্ট করি তার মধ্যে অস্ট্রেলিয়া অন্যতম। আমাদের এক্সপোর্ট প্রতিনিয়ত বাড়ছে। আমরা তাদের কাছ থেকে মাতারবাড়ির জন্য কয়লা আমদানি করছি। এছাড়া গম, দুধ ও পশম আনছি।‘

তিনি আরও বলেন, ‘তারা এদেশে শিক্ষা, দক্ষ জনশক্তি ও অবকাঠামো উন্নয়নে বিনিয়োগে আগ্রহী। আমি বলেছি, আমাদের প্রচুর জনশক্তি আছে। তাদের দেশে অনেক জমি খালি পড়ে আছে। সেখানে কাজ করার অনেক সুযোগ আছে। আমরা অদক্ষ এবং আধা দক্ষ শ্রমিক নেওয়ার জন্য অনুরোধ করেছি।’

বিজ্ঞাপন

তবে জাতীয় নির্বাচন নিয়ে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সঙ্গে আলোচনা হয়নি বলেও উল্লেখ করেন মন্ত্রী।

সারাবাংলা/জেজে/এমও

অস্ট্রেলিয়া টপ নিউজ নিরপেক্ষ নির্বাচন সহিংসতা

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর