Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুবদলের সাবেক সভাপতি নীরবসহ ৭ জনের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট
২০ নভেম্বর ২০২৩ ১২:৩৭ | আপডেট: ২০ নভেম্বর ২০২৩ ১৩:৫২

ঢাকা: রাজধানীর তেজগাঁও থানায় দায়ের করা নাশকতার মামলায় যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম নীরবসহ ৭ জনকে আড়াই বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২০ নভেম্বর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদীর আদালত এ রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে দুই হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে তাদের আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

কারাদণ্ডপ্রাপ্ত অপর আসামিরা হলেন, সাজেদুল ইসলাম সুমন ওরফে বাহা সুমন, শাহিন, বেল্লাল হোসেন, জাকির হোসেন, আনোয়ারুজ্জামান আনোয়ার ওরফে আনোয়ার কমিশনার ও আবু বক্কর সিদ্দিক।

দণ্ডিতদের মধ্যে সাইফুল ইসলাম নীরব কারাগারে আছেন। রায় ঘোষণার আগে তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

অপর আসামিরা পলাতক রয়েছেন। আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

উল্লেখ্য, ২০১৩ সালের মে মাসে নাশকতার অভিযোগে তেজগাঁও থানায় দণ্ডবিধির ৪৩৫ ধারায় মামলাটি দায়ের করা হয়েছিল।

সারাবাংলা/এআই/এমও

কারাদণ্ড যুবদল সাইফুল ইসলাম নীরব সাবেক সভাপতি

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর