Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কারওয়ান বাজার, দয়াগঞ্জ, বিজয়নগরে বিএনপির পিকেটিং

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ নভেম্বর ২০২৩ ১২:০৯ | আপডেট: ২০ নভেম্বর ২০২৩ ১৩:৩৪

ঢাকা: হরতাল-অবারোধ ঘোষণার পর দলের প্রায় সব নেতা আত্মগোপনে গেলেও বিএনপির হাতেগোনা কয়েকজন নেতা-কর্মী ঢাকার বিভিন্ন এলাকায় নিয়মিত পিকেটিং করছেন। এসব পিকেটিং নিয়মিত দেখা যাচ্ছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম এবং ছাত্রদলের কয়েকজন কেন্দ্রীয় নেতাকে।

টানা ৪৮ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিন সোমবার (২০ নভেম্বর) সকালে ঢাকার কারওয়ানবাজার, মগবাজার, দয়াগঞ্জ, বিজয় সরণি এলাকায় পিকেটিং করেছেন তারা।

বিজ্ঞাপন

এদিন সকাল সাড়ে ছয়টায় রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীর কারওয়ান বাজার থেকে সোনারগাঁও মোড় ও সকাল সাড়ে সাতটায় দয়াগঞ্জ মোড়ে পিকেটিং করে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।


মিটিংয়ে অংশ নেন বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, সাবেক কাউন্সিলর নীলুফার ইয়াসমীন নিলু, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আউয়াল, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দা সুমাইয়া পারভীন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাংস্কৃতিক সম্পাদক জান্নাতুল নওরীন উর্মিসহ ছাত্রদল, যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

এসময় রুহুল কবির রিজভী বলেন, ‘আমাদের আন্দোলন সফলতার চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছে। সরকারের বিরদ্ধে চারদিক থেকে অন্ধকার ধেয়ে আসছে। অবৈধ সরকারের মসনদ আর ধরে রাখতে পারবে না। নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন জনগণ হতে দেবে না। অচিরেই সরকার পদত্যাগ করতে বাধ্য হবে।’

বিজ্ঞাপন

এদিকে সকালে বিজয়নগরে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করে ছাত্রদলের নেতা-কর্মীরা। এতে নেতৃত্ব দেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব।

মিছিলটি বিজয়নগর পানির ট্যাংকির সামনে থেকে শুরু হয়ে পল্টন মোড়, বিজয়নগর নাইটিঙ্গেল মোড় ঘুরে পুনরায় পানির টাংকির সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এসময় পেছন থেকে পুলিশ ধাওয়া দিলে ছাত্রদলের নেতা-কর্মীরা রাস্তা ছেড়ে চলে যায়।

মিছিলে অংশ নেন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সজীব মজুমদার, সহ-সাধারণ আল আমুন, সদস্য মো. অলিউজ্জামান সোহেল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি এবিএম ইজাজুল কবির রুয়েল, ঢাবির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ্, মাহাবুব আলম শাহিন, ঢাবির অমর একুশে হল ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক মো. আলফি লাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি মহিউদ্দিন রুবেলসহ অনেকে।

সারাবাংলা/এজেড/এমও

কারওয়ান বাজার বিএনপির পিকেটিং বিজয়নগর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর