Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাঝরাতে সিরাজগঞ্জে গমবাহী ট্রাকে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ নভেম্বর ২০২৩ ১১:০০

সিরাজগঞ্জ: বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা দ্বিতীয় দফা হরতালের প্রথম দিনের গভীর রাতে সিরাজগঞ্জের মহাসড়কে গমবাহী ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (২০ নভেম্বর) রাত পৌনে ১টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের কোনাবাড়ি এলাকায় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী ট্রাকটিতে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

সোমবার (২০ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী।

বিজ্ঞাপন

ওসি জিলানী বলেন, ‘ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি গমবাহী ট্রাক মহাসড়কের কোনাবাড়ি এলাকায় পৌঁছালে তাতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। একটু দূরেই আমাদের একটি টিম থাকায় তারা গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে ও ফায়ার সার্ভিসকে খবর দেয়।’

পরে ফায়ার সার্ভিস এসে পুলিশের সঙ্গে যোগ দিয়ে আগুন নিভিয়ে ফেলে। কারা এই আগুন দিয়েছে তাদের শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

সারাবাংলা/আরএ/এমও

আগুন গমবাহী ট্রাক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর