পূবাইলে ট্রাকে আগুন
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ নভেম্বর ২০২৩ ০৯:৫৪
২০ নভেম্বর ২০২৩ ০৯:৫৪
গাজীপুর: মহানগরীর পূবাইলে একটি চলন্ত ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (২০ নভেম্বর) রাত ১২টার দিকে পূবাইল থানাধীন ভোগড়া-গাউছিয়া বাইপাস সড়কের ভান্ডারিয়া বাজার এলাকায় আনোয়ার সিমেন্টের ট্রাকে আগুনের এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, রাতে ভান্ডারিয়া বাজারের বাইপাস সড়ক দিয়ে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২-৫৭৬১) গাউছিয়ার দিকে যাচ্ছিল। এ সময় কয়েকজন দুর্বৃত্ত ট্রাকটি লক্ষ্য করে পেট্রোল ছুড়ে আগুন ধরিয়ে দেয়। পরে তারা সেখান থেকে পালিয়ে যায়। এসময় স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, ‘ট্রাকে আগুন দেওয়ার সঙ্গে কারা জড়িত তাদের শনাক্ত করার চেষ্টা চলছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’
সারাবাংলা/এমটিকে/এমও