Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিজভীর নেতৃত্বে মগবাজারে বিএনপির মিছিল-পিকেটিং

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ নভেম্বর ২০২৩ ০৯:১৫ | আপডেট: ২০ নভেম্বর ২০২৩ ১১:০৪

ঢাকা: টানা ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিল ও পিকেটিং করেছে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠন।

সোমবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৬টায় মগবাজার চৌরাস্তা থেকে এ মিছিল শুরু হয়। শেষ হয় তেজগাঁও সাতরাস্তা মোড়ে গিয়ে।

এ সময় রিজভী বলেন, ‘সরকারের পদত্যাগ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা এবং ঘোষিত তফসিল বাতিলের দাবিতে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর আন্দোলন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এ আন্দোলন এখন আর কোনো দলের আন্দোলন নয়, জনগণের আন্দোলনে পরিণত হয়েছে। সুতরাং বিএনপি এবং সমমনা রাজনৈতিক দলের সব নেতাকে আটক করেও আন্দোলন বন্ধ করা যাবে না। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর আগ পর্যন্ত এ আন্দোলন চলবে।’

তিনি বলেন, ‘শুধু বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ নয়, গোটা বিশ্ব এই সরকারের অগণতান্ত্রিক আচরণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাই, শাসকগোষ্ঠী যতই চেষ্টা করুক জোর করে ক্ষমতায় থাকার, সেটা আর এবার সম্ভব হবে না। ক্ষমতা তাদের ছাড়তেই হবে।’

মিছিলে অংশ নেন বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম, সাবেক কাউন্সিলর নীলুফার ইয়াসমীন নিলু, ছাত্রদল যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আউয়াল, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দা সুমাইয়া পারভীন, ছাত্রদলের সহ-সাংস্কৃতিক সম্পাদক জান্নাতুল নওরীন উর্মিসহ অনেকে।

সারাবাংলা/এজেড/এমও

টপ নিউজ বিএনপি মিছিল-পিকেটিং রিজভী

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর