আ.লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ নভেম্বর ২০২৩ ২৩:৪৮
১৯ নভেম্বর ২০২৩ ২৩:৪৮
ঢাকা: রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হয়েছে র্যাবের বোম্ব ডিস্পোজাল ইউনিট ও ডগ স্কোয়াড টিম।
রোববার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে ককটেল বিস্ফারণের বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার হায়াতুল ইসলাম খান।
তিনি বলেন, ‘রাত ১০টার দিকে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ পার্টি অফিসের গেইটে ককটেল বিস্ফোরণ ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এমনকি কাউকে আটক করাও সম্ভব হয়নি।’
সারাবাংলা/ইউজে/পিটিএম