গ্রামে এসে গেছে শীত, তাপমাত্রা নেমেছে ১৬ ডিগ্রিতে
১৯ নভেম্বর ২০২৩ ১৭:৩৩ | আপডেট: ১৯ নভেম্বর ২০২৩ ২০:৩৬
ঢাকা: বর্ষপঞ্জিতে এখন হেমন্ত, সে হিসাবে শীত মৌসুম শুরু হতে আরও কিছু দিন বাকি। এরইমধ্যে গ্রাম-গঞ্জে শীতের আমেজ শুরু হয়েছে। সকালের কুয়াশা আর দিনের পরিধি ছোট হয়ে আসা জানান দিচ্ছে শীতের আগমনকে। দেশের গ্রামাঞ্চলে ভোরে দেখা মিলছে কুয়াশার। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা তেঁতুলিয়ায় ১৬.২ ডিগ্রি এবং সর্বোচ্চ টেকনাফে ৩১ ডিগ্রি।
আবহাওয়া অধিদফতর বলছে, এই তাপমাত্রা ধীরে ধীরে আরো কমতে থাকবে। রোববার (১৯ নভেম্বর) আবহাওয়ার পূর্বাভাস বলছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
ঋতুতে এখন অগ্রহায়ণ মাস, সে হিসাবে পৌষ মাস আসতে আরও বাকি। কিন্তু এরইমধ্যে গ্রামাঞ্চলে শীতের আমেজ শুরু হয়ে গেছে ভালোভাবেই। তবে কংক্রিটের নগরে শীতের দেখা এখনও অতটা মেলেনি।
আবহাওয়া অধিদফতর বলছে, শীতের জন্য শহরবাসীকে অপেক্ষা করতে হবে মধ্য ডিসেম্বর পর্যন্ত। আবহাওয়াবিদ মো.বজলুর রশীদ জানিয়েছেন, শহরে মূল শীতের অনুভব পেতে ডিসেম্বর গড়াবে। কিন্তু গ্রামাঞ্চলে এখন থেকেই শীত শুরু হয়ে গেছে। কোথাও কোথাও ভোরে কুয়াশা পড়তে শুরু করেছে।
এদিকে বর্ষপঞ্জির হিসেবে পৌষ, মাঘ হিসাব করলে ইংরেজি মাস ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শীতকাল। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, নভেম্বর মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বঙ্গোপসাগরে ১-৩ টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে ১টি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে হতে পারে। যা দু’দিন আগেই বিদায় নিয়েছে। আগামী দিনগুলোতে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে।
এছাড়া শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল থানায় মাঝারি ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা মাঝারি ধরণের কুয়াশা পড়তে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
এ মাসে দেশে ২ থেকে ৭টি মৃদু (৮-১০° সে.) থেকে মাঝারি (৬-৮° সে.) ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে তবে উত্তর পশ্চিমাঞ্চল। এদের মধ্যে ৩টি তীব্র শৈত্য প্রবাহে (৪-৬° সে.) রূপ নিতে পারে।
এদিকে গত ২৪ ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ বজলুর রশিদ জানিয়েছেন, এ সময় সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামীকাল সোমবারের পূর্বাভাস অনুযায়ী, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এসময় সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আর মঙ্গলবারের পূর্বাভাসে রয়েছে, চট্টগাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আর বর্ধিত ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস বলছে, তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে।
সারাবাংলা/জেআর/এমও