Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে প্রাথমিক বিদ্যালয়ে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ নভেম্বর ২০২৩ ১৫:৪৬

গাজীপুর: গাজীপুর জেলার শ্রীপুরে একটি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১৯ নভেম্বর) রাত ৩টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের গিলাশ্বর মরহুম আব্দুল জব্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুনের এ ঘটনা ঘটে। এতে পুড়ে যায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষের কয়েকটি বেঞ্চ ও বৈদ্যুতিক পাখা।

ক্ষতিগ্রস্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল কাদির জানান, ওই কক্ষে প্রথম শিফটে দ্বিতীয় শ্রেণির ৩২জন ও পঞ্চম শ্রেণির ৩৫ জন শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম পরিচালনা করা হতো।

বিজ্ঞাপন

শ্রীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা নাসরিন বলেন, ‘দুর্বৃত্তদের দেওয়া আগুনে টিনশেড ঘরের চার-পাঁচ জোড়া বেঞ্চ, টিনের বেড়া, বৈদ্যুতিক পাখাসহ নানা সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত সময়ের মধ্যে মেরামত করে শ্রেণিকক্ষ মেরামত করা হবে। এ বিষয়ে থানার একটি অভিযোগ দায়ের করা হবে।’

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, ‘বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আগুন দেওয়ার ঘটনার সঙ্গে কারা জড়িত তা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/একে

গাজীপুর টপ নিউজ স্কুলে আগুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর