Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাশকতার মামলায় যাত্রাবাড়ী শ্রমিক দলের নেতাসহ গ্রেফতার ৪

স্টাফ করেসপন্ডেট
১৯ নভেম্বর ২০২৩ ১৫:১৪

ঢাকা: নাশকতার মামলায় রাজধানীর যাত্রাবাড়ী থানা শ্রমিকদলের সভাপতিসহ চার জনকে গ্রেফতার করেছে র‍্যাব-১০। তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- ৬২নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মো. আলী আকবর (৪৪), শ্রমিক দলের সদস্য সচিব মো. জিয়াউল হাসান খান (৪০) ৪৮নং ওয়ার্ড শ্রমিক দলের আহবায়ক মো. শুক্কুর আলী (৫২) ও ৬৩নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মো. আবু বক্কর (৫৭)।

রোববার (১৯ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১০ এর উপপরিচালক আমিনুল ইসলাম। গতকাল শনিবার রাতে যাত্রাবাড়ীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

র‍্যাব-১০ এর উপপরিচালক বলেন, ‘গত ২৮ অক্টোবর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাস্তবায়ন ও বিএনপি নেতাদের মুক্তির দাবিতে বিএনপি/জামায়তের নেতাকর্মীরা অবরোধের নামে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বাস, ট্রাক, সিএনজি, লেগুনা, এ্যাম্বুলেন্সসহ বিভিন্ন পরিবহন ভাংচুর ও ককটেল বিস্ফোরণ ঘটায়। একজন পুলিশ কনস্টেবলকে পিটিয়ে ও কুপিয়ে হত্যাসহ সারা দেশে ব্যাপক নাশকতা চালায়। এসব ঘটনায় গতকাল ১৮ নভেম্বর র‌্যাব-১০ এর একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানার বিভিন্ন এলাকায় চালিয়ে তাদের গ্রেফতার করে।’

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিস্ফোরণ ও বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা বিভিন্ন সময় নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

এছাড়াও তারা রাজধানীর যাত্রাবাড়ী, সায়দাবাদ, ধোলাইপাড়, গোলাপবাগ, ডেমরা, দনিয়াসহ আশপাশের বিভিন্ন এলাকায় গাড়ী ভাংচুর, বাসে অগ্নিসংযোগসহ বিভিন্ন প্রকার নাশকতা মূলক কার্যক্রমের সাথে সরাসরি জড়িত ছিল বলে জানিয়েছে র‌্যাব।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরএফ/এমও

গ্রেফতার নাশকতার মামলা শ্রমিক দল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর