রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় নারী নিহত
১৯ নভেম্বর ২০২৩ ০৮:৪৫
ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ে কাভার্ডভ্যান ধাক্কায় বিলকিস আক্তার (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন।
শনিবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে খিলগাঁও পুলিশ ফাঁড়ির সামনে এ ঘটনা ঘটে। গুরুত্বর আহত অবস্থায় ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক রাত ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
বিলকিস আক্তারের স্বামী আব্দুর রউফ জানান, গাজীপুরের শ্রীপুর থানার ভাঙ্গাহাটিতে তাদের বাড়ি। তিনি রং মিস্ত্রীর কাজ করেন। তারা রাতে স্ত্রীকে নিয়ে গাজীপুর থেকে মুগদার মান্ডায় এক আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন।
তিনি জানান, খিলগাও পুলিশ ফাঁড়ির সামনে তিনি ও তার স্ত্রী রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি কাভার্ডভ্যান তার স্ত্রীকে সজোরে ধাক্কা দেয়। এতে রাস্তায় পড়ে গুরুতর আহত হন বিলকিস। পড়ে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, এলাকার লোকজন চালকসহ কাভার্ডভ্যানটি ধরে ফেলে এবং থানা পুলিশের কাছে দিয়ে দেয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
সারাবাংলা/এসএসআর/ইআ