Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ নভেম্বর ২০২৩ ০৮:২৪ | আপডেট: ১৯ নভেম্বর ২০২৩ ১১:৩৭

নওগাঁ: নওগাঁ শহরে কামাল হোসেন নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে শহরের ইয়াদালীর মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত কামাল হোসেন শহরের রজাকপুর এলাকার বাসিন্দা। তিনি নওগাঁ পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। এছাড়া তিনি নওগাঁ নজরুল একাডেমির সাংগঠনিক সম্পাদক ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) নওগাঁ জেলা কমিটির সদস্যও ছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে সড়কের পাশে মোটরসাইকেলে বসে মোবাইলে কথা বলছিলেন কামাল। এ সময় হঠাৎ মাথায় হেলমেট পড়া মুখোশধারী পাঁচ থেকে সাতজন দুর্বৃত্ত চাপাতি ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে প্রকাশ্যে তার উপর হামলা চালায়। কামালের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ফেলে রেখে তারা পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় কামাল হোসেনকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়ে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফায়সাল বিন আহসান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ ও জড়িতদের চিহ্নিত করার চেষ্টা করছে। মরদেহ ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সারাবাংলা/ইআ

কুপিয়ে হত্যা টপ নিউজ নওগাঁ বিএনপি নেতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর