Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হরতালের আগের রাতে রাজধানীতে ২ বাসে আগুন

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ নভেম্বর ২০২৩ ২০:৩৯ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৩ ২০:৪৭

ঢাকা: বিএনপি-জামায়াতের পঞ্চম দফা অবরোধ শেষে দ্বিতীয় দফার হরতালের আগের দিন সন্ধ্যায় রাজধানীতে দুই বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় আগারগাঁওয়ের তালতলায় একটি ও গুলিস্তানের হানিফ ফ্লাইওভারের টোলপ্লাজার পাশের সড়কে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এসব তথ্য নিশ্চিত করেছেন।

মিডিয়া সেলের কর্মকর্তা বলেন, ‘সন্ধ্যা ৭টার দিকে তালতলা এলাকায় বিহঙ্গ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যাওয়ার আগে আগুন নিভিয়ে ফেলে স্থানীয়রা।’

প্রত্যক্ষদর্শীদের বরাতে দিয়ে শেরেবাংলানগর থানা পুলিশ জানিয়েছে, আগুন দেওয়ার সময় স্থানীয়রা এক যুবককে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তার নাম-পরিচয় জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

অন্যদিকে, গুলিস্তানের হানিফ ফ্লাইওভারের টোল প্লাজার সামনের সড়কে কমল পরিবহনের একটি যাত্রাীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে।

এসব ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস।

সারাবাংলা/ইউজে/এমও

টপ নিউজ বাসে আগুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর