Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কার সইয়ে মনোনয়ন জানতে চেয়ে বিএনপিসহ ৪৪ দলকে ইসির চিঠি

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ নভেম্বর ২০২৩ ১৯:১৬ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৩ ২২:১১

ঢাকা: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নিবন্ধিত ৪৪টি দলকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশনের (ইসি)। চিঠিতে আগামী সংসদ নির্বাচনে কার সইয়ে মনোনয়ন দেওয়া হবে সে বিষয়ে জানতে চেয়ে বিএনপিসহ ৪৪টি রাজনৈতিক দলগুলোকে চিঠি দিয়েছে ইসি। যদিও দেশের অন্যতম প্রধান বিরোধীদল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা ভোগ করছেন। অন্যদিকে বিএনপির বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অধিকাংশ সিনিয়র নেতা জেলে রয়েছেন।

বিজ্ঞাপন

শনিবার (১৮ নভেম্বর) ইসি থেকে এই তথ্য জানা গেছে। এছাড়া, নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে জোটভুক্ত নির্বাচন ও দলীয় বা জোটের প্রার্থীর মনোনয়নের বিষয়ে জানাতে বিএনপিকে চিঠি দিয়েছে ইসি।

বিএনপিকে দেওয়া চিঠিতে ইসি উল্লেখ করেছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ১২.(৩ক) দফা(২) এর অধীন প্রত্যেক মনোনয়নপত্রের সঙ্গে দলিলাদি সংযুক্ত করতে হবে। নিবন্ধিত রাজনৈতিক দলের পক্ষে সভাপতি বা সাধারণ সম্পাদক বা সমপর্যায়ের পদাধিকারী মাধ্যমে স্বাক্ষরিত এই মর্মে একটি প্রত্যয়নপত্র দিতে হবে। যে প্রার্থীকে উক্ত দলের পক্ষ হইতে মনোনয়ন দেওয়া হয়েছে। তবে শর্ত থাকে যে, কোনো নিবন্ধিত দলের পক্ষ হতে প্রাথমিকভাবে একাধিক প্রার্থীকে মনোনয়ন দেওয়া যাবে। এছাড়াও একের অধিক প্রার্থীকে মনোনয়ন দেওয়া হলে হইলে তাহাদের প্রার্থিতা অনুচ্ছেদ ১৬ এর দফা (২) সাপেক্ষ হবে।

এই ক্ষেত্রে ১৬.(২) বলা হয়েছে, কোনো নিবন্ধিত রাজনৈতিক দলের মাধ্যমে একাধিক প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়, সেইক্ষেত্রে দলের সভাপতি বা সাধারণ সম্পাদক বা অনুরূপ পদধারী কোনো ব্যক্তি, থেকে স্বাক্ষরিত একটি লিখিত নোটিশ দিতে হয়। প্রার্থিতা প্রত্যাহারের তারিখে বা এর পূর্বে, তিনি স্বয়ং বা ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তির মাধ্যমে রিটার্নিং অফিসারকে কোনো প্রার্থীর চূড়ান্ত মনোনয়ন সম্পর্কে অবহিত করবেন এবং উক্ত দলের অন্যান্য প্রার্থীর প্রার্থিতা স্থগিত হবে।

চিঠিতে ইসি জানায়, আপনার দলের যে পদধারীর স্বাক্ষরে কোনো প্রার্থীকে আপনার দলের প্রতীকে কোনো আসনে মনোনয়ন প্রদানের ক্ষেত্রে আরপিও এর আর্টিকেল ১২ (৩ এ) (বি) এবং ১৬ (২) (৩) অনুযায়ী মনোনয়ন প্রদান করা হবে সে পদধারীর নাম, পদবি ও সত্যায়িত নমুনা স্বাক্ষর সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার এর কাছে পাঠানোর জন্য এবং নির্বাচন কমিশন সচিবালয়কে অনুলিপি পাঠানোর জন্য অনুরোধ করা হলো।

বিজ্ঞাপন

উল্লেখ্য আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে গত ১৫ নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল দায়ের ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, আর নির্বাচনা চালানো যাবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।

সারাবাংলা/জিএস/একে

ইসি জাতীয়-নির্বাচন নির্বাচন কমিশন বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর