Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথম দিনে নৌকার মনোনয়ন ফরম নিয়েছেন ১০৬৪ জন

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ নভেম্বর ২০২৩ ১৯:০১ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৩ ১৯:৩৮

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন বিক্রির প্রথম দিনে আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র কিনেছেন এক হাজার ৬৪ জন। মনোনয়ন ফরম বিক্রি করে প্রথম দিনে আওয়ামী লীগের আয় হয়েছে ৫ কোটি ৩২ লাখ টাকা।

শনিবার (১৮ নভেম্বর) ফরম সংগ্রহ ও জমাদান শেষে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

তিনি জানান, সরাসরি মনোনয়ন ফরম কিনেছেন এক হাজার ৫০ জন। অনলাইনে মনোনয়ন ফরম কিনেছেন ১৪ জন।

বিপ্লব বড়ুয়া জানান, ঢাকা বিভাগের ২১৩ জন, চট্টগ্রামের ১৯৮ জন, সিলেটের ৫৫ জন, রাজশাহীর ১৬৯ জন, খুলনার ১২৫ জন, বরিশালের ৭৫ জন, ময়মনসিংহের ১০৫ জন এবং রংপুর বিভাগের ১০৯ জন মনোনয়ন ফরম কিনেছেন।

শনিবার (১৮ নভেম্বর) সকাল ১০টার পর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ’র আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় সভাপতি শেখ হাসিনা মনোনয়ন সংগ্রহ ও জমাদান কার্যক্রম সরেজমিনে পরিদর্শনে আসেন। সেখানে তার পক্ষে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব হোসেন, সাধারণ সম্পাদক জি এম সাহাব উদ্দিন আজম, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বশার খায়ের ও সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, টুঙ্গিপাড়া পৌর মেয়র তোজাম্মেল হক টুটুল, প্রধানমন্ত্রীর আসনে দায়িত্বপ্রপ্ত শহিদুল্লাহ খন্দকার ফরম সংগ্রহ করেন।

এরপর বেলা ১১টার পর থেকেই দলীয় প্রার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

এরপর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা মনোনয়ন ফরম কেনেন। এ সময় মনোনয়নপ্রত্যার্শীদের ভিড় দেখা যায়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পেতে দেশের নানা প্রান্ত থেকে কেন্দ্রীয় কার্যালয়ে আসেন নৌকার মাঝিরা।

বিজ্ঞাপন

বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বিভাগ অনুযায়ী বুথ সুনির্দিষ্ট করে দেওয়া হয়। আট বিভাগের জন্য ১০টা বুথ তৈরি করা হয়েছে। এরমধ্যে ঢাকা এবং চট্টগ্রাম বিভাগ বড়, এজন্য এই দুই বিভাগের জন্য দুটি বুথ। আর বাকি ছয় বিভাগের জন্য ছয়টি বুথ আছে।

মনোনয়ন ফরম কেনার সময় জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও ৫০ হাজার টাকা জমা দিতে হয়। জাতীয় পরিচয়পত্র ছাড়াও বর্তমানসহ তিনটি সাংগঠনিক পদবির শর্ত রয়েছে।

শনিবার (১৮ নভেম্বর) থেকে মঙ্গলবার (২১ নভেম্বর) দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

সারাবাংলা/এনআর/একে

আওয়ামী লীগ নৌকা প্রতীক প্রধানমন্ত্রী মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা শেখ হাসিনা

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর