Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাষ্ট্রপতির সঙ্গে রোববার দুপুরে রওশনের সাক্ষাৎ

আজমল হক হেলাল, স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ নভেম্বর ২০২৩ ১৫:৩৪ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৩ ১৮:০৪

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধিদলীয় নেতা রওশন এরশাদ পৃথকভাবে প্রস্তুতি নিয়েছেন। আগামীকাল রোববার (১৯ নভেম্বর) দুপুর ১২টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন রওশন এরশাদ। এ ছাড়া আগামীকাল রোববার অথবা পরশু সোমবার আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। রওশন এরশাদের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র থেকে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

সূত্রটি বলেছে, নির্বাচনের জন্য রওশন এরশাদ প্রস্তুত রয়েছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার পরই মনোনয়ন ফরম বিতরণ শুরু করবে রওশন এরশাদের গ্রুপ।

গতকাল শুক্রবার রওশন এরশাদের গ্রুপের একটি বৈঠক হয়েছে। বৈঠকে পৃথকভাবে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি এবং মনোনয়নের তালিকা প্রণয়ন ও আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই সভায় জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের গ্রুপের সঙ্গে সমন্বয় করে পথ চলার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আলোচনায় রওশন এরশাদ তার গ্রুপের নেতাদের সঙ্গে জি এম কাদেরের সমন্বয় করার বিষয়টি নিয়ে আলোচনা করেন।

এসময় নেতারা বলেছেন, গত এক বছর ধরে জি এম কাদেরের সঙ্গে সমন্বয় করে রাজনীতি করে দলকে এগিয়ে নেওয়ার জন্য অপেক্ষা করেছি। কিন্তু তিনি গত এক বছরেও কোনো পদক্ষেপ নেননি। শেষ মুহূর্তে এসে আমরা তার জন্য আর অপেক্ষা করতে পারব না। তিনি তারেক রহমান দেশে না ফেরার আগ পর্যন্ত প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নে বিএনপির দিকে ঝুঁকে আছেন। এছাড়া জিএম কাদের তার আসন থেকে নির্বাচন করলে জিতে আসতে পারবেন না। এসব কারণে তিনি কালক্ষেপণ করেছেন। এখন আর তার জন্য অপেক্ষা করার সময় নেই।

রওশন এরশাদ দলের নেতাদের বক্তব্যেরে সঙ্গে একমত হয়েছেন।

সূত্রটি জানায়, রওশন এরশাদ মনোনয়নের যে তালিকা করেছেন তাতে জি এম কাদেরের নামসহ দলের বর্তমান সংসদ সদস্য এবং ত্যাগী নেতাদের নাম রয়েছে। ৩০০ আসনের তালিকা নিয়ে রওশন এরশাদ আওয়ামী লীগের সভাপতির সঙ্গে সাক্ষাৎ করবেন। তবে রওশন এরশাদ ৫৫টি আসন পেতে অনড় থাকবেন।

এসব বিষয় নিয়ে দলটির নেতা ইকবাল হোসেন রাজু সারাবাংলাকে বলেন, ‘আজ বিকেলে রওশন এরশাদ রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন। তার সঙ্গে পুত্র সাদ এরশাদ কাজী মামুন এবং গোলাম মসিহ থাকতে পারেন। আগামীকাল ও অথবা পরশু প্রধানমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করবেন রওশন এরশাদ।’

বিজ্ঞাপন

আরও পড়ুন: ভোটে যেতে প্রস্তুত জাপা, সরকারের ডাকের অপেক্ষায় জি এম কাদের

সারাবাংলা/এএইচএইচ/আইই

জাতীয় পার্টি টপ নিউজ রওশন এরশাদ

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর