Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পশুর নদীতে কয়লা বোঝাই লাইটার জাহাজডুবি, উদ্ধার কাজ শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ নভেম্বর ২০২৩ ১৫:১১

বাগেরহাট: বাগেরহাটের মোংলা বন্দরের পশুর নদীতে শুক্রবার ৮০০ মেট্রিকটন কয়লা নিয়ে ডুবে যাওয়া এমভি প্রিন্স অব ঘষিয়াখালী-১ লাইটার উদ্ধারে কার্যক্রম শুরু করেছে মালিক পক্ষ। শনিবার (১৮ নভেম্বর) সকালে উদ্ধার কার্যক্রম শুরু করা হয়।

ডুবে যাওয়া নৌযানের মালিক মো. বশির আহম্মেদ জানিয়েছেন, জাহাজডুবির ১৬ ঘন্টা পর আমরা উদ্ধার কাজ শুরু করেছি। প্রথমে জাহাজে থাকা কয়লা অপসারণ করতে হবে। এরপর লাইটার উত্তোলন করা হবে। তাই কয়লা অপসারণের জন্য ‘ফারহা’ নামক একটি ট্রাকবোট ও কয়লা রাখার জন্য ”মা বুশরা” নামক অন্য একটি নৌযান ঘটনাস্থলে আনা হয়েছে।

বিজ্ঞাপন

প্রস্তুতিমূলক কার্যক্রম শেষে দ্রুত সময়ের মধ্যে শুরু হবে কয়লা অপসারণ কাজ। নৌযান মালিক পক্ষের দাবি ৪/৫ দিনের মধ্যে কয়লা অপসারণসহ এমভি প্রিন্স অব ঘষিয়াখালী-১ জাহাজটি উত্তোলন করা সম্ভব হবে।

মোংলা বন্দরে অবস্থানরত একটি বিদেশি বানিজ্যিক জাহাজ থেকে ৮০০ মেট্রিক টন কয়লা বোঝাই করে যশোরের নোয়াপাড়া যাওয়ার সময় শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে পশুর চ্যানেলের কানাইনগর তলদেশে ডুবে যায় জাহাজটি।

সারাবাংলা/ইআ

কয়লাবোঝাই লাইটার জাহাজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর