Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচন পরিচালনা ১৫টি উপ-কমিটিতে আওয়ামী লীগের যারা

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২৩ ২২:১০ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৩ ১০:২৫

ঢাকা: আওয়ামী লীগের দ্বাদশ জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির ১৫টি উপ-কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৭ নভেম্বর) বিকেলে রাজধানীর তেজগাঁও-এ ঢাকা জেলা ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গঠিত জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভায় কমিটি অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং সভা পরিচালনা করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞাপন

সভায় দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির ১৫টি উপ-কমিটি গঠন করা হয়। বাংলাদেশ আওয়ামী লীগ-এর নির্বাচন পরিচালনা কমিটি এবং নির্বাচন পরিচালনা সংশ্লিষ্ট উপ-কমিটিসমূহ হলো: জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, সভাপতিমন্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ কো চেয়ারম্যান,সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সচিব।

এই কমিটিতে সদস্য হিসাবে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক রয়েছেন।

নির্বাচন পরিচালনা সংশ্লিষ্ট উপ-কমিটিগুলো হলো-

(১) ইশতেহার প্রণয়ন উপ-কমিটির আহ্বায়ক ড. মো. আব্দুর রাজ্জাক এবং সদস্য সচিব ড. সেলিম মাহমুদ।
(২) নির্বাচন সম্পর্কিত আইনি সহায়তা বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক ইউসুফ হোসেন হুমায়ুন এবং সদস্য সচিব নজিবুল্লাহ হিরু।
(৩) নির্বাচন কমিশন সমন্বয় বিষয়ক উপ-কমিটি আহ্বায়ক লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এবং সদস্য সচিব তারানা হালিম।
(৪) দফতর ব্যবস্থাপনা উপ-কমিটির আহ্বায়ক কাজী জাফর উল্লাহ্ এবং সদস্য সচিব ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
(৫) নির্বাচন পর্যবেক্ষক সমন্বয় উপ-কমিটির আহ্বায়ক অ্যাম্বাসেডর মো. জিয়াউদ্দিন এবং সদস্য সচিব ওয়াসিকা আয়শা খান এমপি।
(৬) লিয়াজোঁ উপ-কমিটির আহ্বায়ক মো. রশিদুল আলম এবং সদস্য সচিব বি. এম মোজাম্মেল হক।
(৭). পোলিং এজেন্ট প্রশিক্ষণ উপ-কমিটি আহ্বায়ক সাবের হোসেন চৌধুরী এবং সদস্য সচিব সানজিদা খানম।
(৮) প্রচার ও প্রকাশনা উপ-কমিটির আহ্বায়ক কামাল আবু নাসের চৌধুরী এবং সদস্য সচিব ড. আবদুস সোবহান গোলাপ।
(৯) মিডিয়া উপ-কমিটির আহ্বায়ক আসাদুজ্জামান নূর এবং সদস্য সচিব মোহাম্মদ আলী আরাফাত।
(১০) পেশাজীবী সমন্বয় উপ-কমিটির আহ্বায়ক ড. মশিউর রহমান এবং সদস্য সচিব রোকেয়া সুলতানা।
(১১) আইটি বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. হোসেন মনসুর এবং সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর।
(১২) বিদেশি মিশন/সংস্থা উপ-কমিটির আহ্বায়ক অ্যাম্বাসেডর মোহাম্মদ জমির এবং সদস্য সচিব শাম্মী আহমেদ।
(১৩) সাংস্কৃতিক, সামাজিক ও ক্রীড়া উপ-কমিটির আহ্বায়ক মোজাফ্ফর হোসেন পল্টু এবং সদস্য সচিব অসীম কুমার উকিল।
(১৪) অর্থ বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক কাজী আকরাম উদ্দীন আহমদ এবং সদস্য সচিব সিদ্দিকুর রহমান।
(১৫) ধর্ম বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক খন্দকার গোলাম মওলা নকশবন্দী এবং সদস্য সচিব সিরাজুল মোস্তফা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনআর/একে

আওয়ামী লীগ দ্বাদশ নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর