Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংলাপের সময় শেষ, বিএনপিকে ভোটে আসার আহ্বান খাদ্যমন্ত্রীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২৩ ১৯:২০

নওগাঁ: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেছে। এখন আর সংলাপের সময় নেই, আগুন সন্ত্রাস ছেড়ে বিএনপি ভোটে আসুক, জনপ্রিয়তা প্রমাণ করুক।’

শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে নিয়ামতপুর কমিউনিটি সেন্টারে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘দুঃখজনক হলেও সত্য মীরজাফররা ঘুরে ঘুরে ফিরে আসে। বিএনপি বর্হিবিশ্বের সঙ্গে হাত মিলিয়ে আবারও মীরজাফরি করার পাঁয়তারা শুরু করেছিল। কিন্তু প্রধানমন্ত্রীর দৃঢ় হস্তক্ষেপে তা বন্ধ হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের জন্য জীবন দিতেও প্রস্তুত আছেন। কোন ষড়যন্ত্রের কাছে মাথানত করবেন না। জনগণের ভোটেই তিনি আবারও সরকার গঠন করবেন। কোনো কিছুতেই কাজ না হওয়ায় এখন বিএনপি সংলাপের জন্য ধর্ণা দিচ্ছে।’

নেতাকর্মীদের উদ্দেশে খাদ্যমন্ত্রী বলেন, ‘আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে সব ষড়যন্ত্র রুখে দিয়ে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ থাকবে হবে।’

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লবের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইশ্বর চন্দ্র বর্মন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আবেদ হোসেন মিলন, মহিলা লীগের সভাপতি নাদিরা বেগমসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাসহ অনেকে।

সারাবাংলা/এআরপি/এমও

খাদ্যমন্ত্রী বিএনপি সংলাপ

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর